প্রভাবশালীদের দখলে কালিদাসখালী-আড়পাড়া খাল
দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কালিদাসখালী-আড়পাড়া খালের দুই পাশে অবৈধভাবে বাঁধ স্থাপন করে মাছ শিকার করছেন মাগুরা সদর উপজেলার কুঁচিয়ামোড়া ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। কোনো বন্দোবস্ত বা ইজারা ছাড়াই বছরের পর মাছ ধরছেন তারা।
মাগুরা জেলার শালিখা উপজেলার বরইচারা-কুঁচিয়ামোড়া গ্রামের মধ্যবর্তী এই মুক্ত জলাশয়ে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষের মাছ ধরার অধিকার থাকলেও তা করতে দেয় না প্রভাবশালী চক্রটি। অভিযোগ রয়েছে, শ্রীহট্ট, পুকুরিয়া, কুমারকোটা ও আনন্দনগরসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মাছ শিকার করতে এলে অনেকের কাছ থেকে জাল, বড়শি, গাজে (মাছ রাখার পাত্র)-সহ বিভিন্ন মাছ ধরা ও রাখার সরঞ্জাম কেড়ে নেন সমিতির প্রভাবশালী সদস্যরা। শুধু তাই নয়, কুঁচিয়ামোড়ার পার্শ্ববর্তী গ্রাম হাটবাড়িয়া থেকে উশৃঙ্খল ছেলেদের ভাড়া করে এনে বিভিন্ন এলাকা থেকে আসা মাছ শিকারিদের মারধরও করেন তারা।
আড়পাড়া ইউনিয়নের কুমারকোটা গ্রাম থেকে মাছ শিকার করতে আসা মোতালেব নামে এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি জানান, আমি এখানে মাছ শিকার করতে এলে কুঁচিয়ামোড়ার কিছু লোকজন আমাকে মারধর করে এবং আমার কাছ থেকে জাল ও গাজে কেড়ে নেয়।
একই ইউনিয়নের পুকুরিয়া গ্রামের কিতাবুলের সঙ্গে কথা হলে তিনি জানান, আমাদের এই খাল থেকে মাছ ধরতে দেয় না। আমরা মাছ শিকার করতে এলে আমাদের মাছ মারার সরঞ্জাম কেড়ে নেয় এবং আমাদের মারধর করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মাস্তান ভাড়া করে এনে আমাদের হুমকি দেয়।
সরেজমিন দেখা গেছে, বরইচারা-কুঁচিয়ামোড়ার বেড়িবাঁধের ওপর নির্মিত স্থানীয়ভাবে দোসীমানার খাল নামে পরিচিত কালিদাসখালী-আড়পাড়া নামে একটি খালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে, যার পূর্ব পার্শ্বে রয়েছে ফটকী নদী এবং দক্ষিণ পার্শ্বে রয়েছে বড় বিল। স্লুইসগেটের দুই পার্শ্বের অন্তত দেড় কিলোমিটার জায়গাজুড়ে চাঁন বেড় ও বড় বড় বাঁশ দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। সেখানো একটি লাল পতাকাও টাঙানো হয়েছে। কয়েকটি টংঘর তৈরি করে রাত-দিন মাছ ধরার কাজে ব্যস্ত কুঁচিয়ামোড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। খালের পার্শ্ববর্তী ফটকী নদীর কিছু জায়গায়ও বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছেন তারা।
প্রতি মৌসুমে দুই পাশের পুরো খাল সেচে লাখ লাখ টাকার মাছ শিকার করেন কুঁচিয়ামোড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করা নিষেধ থাকলেও তা মানছেন না তারা।
খালের উপর নির্মিত পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটের দায়িত্বে থাকা লালমিয়া নামে এক ব্যক্তি বলেন, কুঁচিয়ামোড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা যে জায়গা থেকে মাছ শিকার করছে, সেটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা। জায়গাটি আমাদের দপ্তর থেকে কখনই ইজারা দেয়া হয় না। সম্প্রতি দখলদারদের কিছু লোক তাকে ভয়ভীতি দেখিয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাগুরা জেলার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, স্লুইসগেটের নিম্নগামী যে খালটা তার পুরোটা পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। এটি আমরা কখনই ইজারা দেই না। এখান থেকে সবাই মাছ শিকার করতে পারবে। কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে মাছ শিকার করতে পারবে না।
এ ব্যাপারে অভিযুক্ত কুঁচিয়ামোড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুজন বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা মাগুরা জেলা প্রশাসকের কাছ থেকে ডিসিআর কেটে এই জায়গা থেকে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছি। তবে ডিসিআর বা ইজারার কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি তিনি। দেখতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখে আসতে বলেন তিনি।
কুঁচিয়ামোড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত বিশ্বাসের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই আপনারা অফিসে চলে যান। আমরা অফিসে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব।
মুক্ত জলাশয় থেকে সবাইকে উন্মুক্তভাবে মাছ শিকার করার সুযোগ করে দিয়ে সুশৃঙ্খলভাবে নিয়মের মধ্যদিয়ে মুক্ত জলাশয়ের মাছ শিকারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
T.A.S / জামান
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি