ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে : আব্দুল জব্বার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:৪৯

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জাব্বার বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা অত্যাচারী ও স্বৈরশাসকের কবল থেকে ৫ আগস্ট স্বাধীন হয়েছি। ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে আমরা যারা আছি, শহীদ ভাইয়েরা আমাদেরই পরিবারের লোক। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, শহীদদের বীরের মর্যাদা দিতে হবে। 

শনিবার (২৮ সেপ্টম্বর) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ অডিটরিয়ামে ইসলামী ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলার সাবেক সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করতে হবে। নিহতদের পরিবারকে ভাতা দেয়ার ব্যবস্থা করে দিতে হবে। সেই সাথে যারা কর্ম করে খেতে পারবে না তাদের চলার স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে। জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী এভাবে সব সময় মানুষের পাশে থাকবে।

মোহাম্মদ আব্দুল জাব্বার বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গঠনের উদ্দেশ্য ছিল দুটি। প্রথম ধাপ আগামীদিনের নেতৃত্ব তৈরি করা, যাদের কাজে দুনিয়ায় কোনো লোভ-লালসা থাকবে না। যাদের কাজে থাকবে একমাত্র আল্লাহর ভয়। যারা ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে কাজ করবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যে কোনো সংকট ও ক্রান্তিকালে শিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।

জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, রাজিবুর রহমান পলাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির, ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা, জাময়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারির মো. জাকির হোসাইন, জামায়াতে-ইসলামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান গিয়াস, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, মো. আনোয়ার হোসাইন মোল্লা প্রমুখ।

এমএসএম / জামান

সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল

আত্রাইয়ে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা