ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পীরা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১২:৩১

শরৎকালে বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন (ভাস্কর) মৃৎশিল্পীরা। পূজা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই দেবী দুর্গাকে পরিপূর্ণ রূপে মণ্ডপে তুলতে হবে এজন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাঠামোর মাটির কাজ শেষ করে শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ। 

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপে সরেজমিন দেখা যায় দেবী দুর্গা ও তার বাহক সিংহের প্রতিমাসহ তৈরি করা হয়েছে মহিষাসুরের প্রতিমা। এছাড়াও দেবী লক্ষ্মী, সরস্বতী, দেব কার্তিক, গণেশ ও তাদের বাহক ইঁদুর, হাঁস ও ময়ূর, সবার উপরে রেখেছে মহাদেবের প্রতিমা। সর্বক্ষণ এ কাজে ব্যস্ত সময় পার করছেন (ভাস্কর) মৃৎশিল্পীরা। তাদের সহযোগিতা করছেন বেশকিছু লোক। 

উপজেলার দরিশলই গ্রামের ভাস্কর নির্মল কুমার পাল জানান, গত কয়েক মাস ধরে তারা দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ করছেন। তিনি এবার ছয়টি মণ্ডপে প্রতিমা তৈরি করছেন বলে জানান।

উপজেলার আড়পাড়া গ্রামের ভাস্কর অনিমেষ কুমার মণ্ডল জানান, শুধু জীবিকা নির্বাহর জন্য তারা এ কাজ করছেন না, দেবী দুর্গার মূর্তি তৈরিতে রয়েছে শিল্প-সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা উৎসব উপলক্ষে প্রতি বছর ছয় থেকে সাতটি প্রতিমা তৈরি করেন তিনি। এবার রং ও সাজসজ্জার দাম বৃদ্ধির কারণে পূজামণ্ডপের সংখ্যা কম হলেও তিনি উপজেলার আড়পাড়া কেন্দ্রীয় মন্দির পূজামণ্ডপসহ মোট ছয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন বলে জানান।

আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল অনুষ্ঠানিকতা। তাই দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গার আগমনের প্রহর গোনা চলছে। চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ।

শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিতানচন্দ্র বিশ্বাস জানান, এবার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দুর্গা উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। গত বছরের তুলনায় এবার মন্দিরের সংখ্যা কম হলেও উৎসবের আমেজ একটু বেশিই থাকবে বলে মনে করেন তিনি।

এবার শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের ধনেশ্বরগাতী, তালখড়ি, আড়পাড়া, শতখালী, শালিখা, বুনাগাত্যী, গঙ্গারামপুরসহ মোট ১১৮টি পূজাণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর সারংকালে দেবীর বোধন পূজার মধ্যদিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর দশমী বিহিত পূজান্তে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। 

T.A.S / জামান

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ