ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আটোয়ারিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক সমিতির অভিযোগ, ছাত্র-ছাত্রীশূন্য বিদ্যালয়


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:৪৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষক সমিতি বিভাগীয় ব্যবস্থা নেয়ার অভিযোগ করলে অভিভাবকরা বদলি না করার জন্য জেলা শিক্ষা অফিসারকে পাল্টা স্মারকলিপি দেন। বিষয়টি সুরহা না হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। এতে ২৩ থেকে গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে কোনো ছাত্র-ছাত্রী উপস্থিত হয়নি। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে দাবি করছেন অভিভাবকরা।

জানা গেছে, স্কুলের সহকারী শিক্ষক পপি আক্তার গত ৮ থেকে ১২ আগস্ট পৃথকভাবে সামাজিক যোগযোগমাধ্যমে (ফেসবুক) স্কুলের শিক্ষকদের অনিয়ম নিয়ে পোস্ট করেন। তারা সময়মতো স্কুলে আসেন না, ঠিকমতো ক্লান নিচ্ছেন না, বাচ্চা নিয়ে আসেন। এছাড়া আরো অনেক কিছু।এতে সেপ্টেম্বর মাসের মাসিক মিটিংয়ে উপজেলা শিক্ষক সমিতির নেতারা তাকে বিভিন্নভাবে হেনস্থা করেন। পরে ওই দিনই যাদের নামে ফেসবুকে অনিয়মের কথা লেখা হয়েছিল তারা উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। আবার শিক্ষক নেতারাও একটি অভিযোগ দায়ের করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানায়, অন্যান্য শিক্ষকের তুলনায় পপি আক্তার অনেক ভালো ক্লাস নেন। এছাড়াও তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন ভালো কিছু করার। তবে অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করেন এবং সবাই করবেন, এটা স্বাভাবিক। মূলত শিক্ষক সমিতির নেতাদের জন্য স্কুলের এ অবস্থা বলে জানান তারা।

জুগিকাটা স্কুলের সহকারী শিক্ষক পপি আক্তার বলেন, আমার বিরুদ্ধে শিক্ষক সমিতি লেগেছে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে নয়, এর আগে স্কুলের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। তারা বলেছেন আমার কারণে বদলি করা হয়েছে। কিন্তু তদন্ত করে দেখেছে আমার কোনো দোষ নেই। তারপরও আমার উপর এ ক্ষোভ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন জানান, স্কুলের কিছু বিষয় নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন। এমনভাবে লেখা হয়েছে যেন গোটা শিক্ষক সমাজই অনিয়মে আছে। এছাড়াও তার দায়িত্ব কিন্তু সেটা নয়, কে এলো, ক্লাস করল কি-না সেটা দেখার দায়িত্বে উপজেলা-জেলা শিক্ষা অফিসার আছেন। গোটা শিক্ষক সমাজকে নিয়ে লেখার কারণে সবাই মিলে গণঅভিযোগ করেছি, যেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা