ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ভারপ্রাপ্ত দ্বারা ভারাক্রান্ত খালিয়াজুরী উপজেলা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:১৯

নেত্রকোনার ১০টি উপজেলার মধ্য একটি হাওর উপজেলা খালিয়াজুরী। কিন্তু এই উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মস্থলে খুব কমই উপস্থিত থাকেন। কেউ আবার এই উপজেলায় আসতেও চান না। যদিও আসেন, তাহলে ওই নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমাফিক চলে অফিসিয়াল কার্যক্রম। নেই কোনো তদারকি।

গত ১৮ সেপ্টেম্বর খালিয়াজুরী নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বদলি হওয়ার পর এখনো কোনো নির্বাহী কর্মকর্তার পদায়ন হয়নি। মদনের ইউএনও অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। মদনের নির্বাহী কর্মকর্তা খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মদন পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্বরত।

খালিয়াজুরীর জনগুরুত্ব আরেকটি পদ হলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। যদিও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিলেও আশানুরূপ কার্যক্রম পরিলক্ষিত হয়নি। ফলে ব্যাহত হয় অত্র উপজেলার নানা ধরনের কার্যক্রম। সাধারণ জনগণ নাম খারিজসহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, দীর্ঘদিন যাবত এসিল্যান্ড স্যার না থাকায় সেবাগ্রহীতাদের সেবা দিতে বেগ পোহাতে হচ্ছে। তাছাড়া আমরাও নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যদি স্থায়ীভাবে পদায়ন না হয়, তাহলে আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। 

খলিয়াজুরী উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ দীর্ঘদিন ধরেই শূন্য। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটিও মদনের পিআইও ভারপ্রাপ্তের দায়িত্বে রয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার পদেরও একই অবস্থা। অত্র উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তাও রয়েছেন অতিরিক্ত দায়িত্বে। সাব-রেজিস্ট্রার কর্মকর্তাও রয়েছেন অতিরিক্ত দায়িত্বে। 

জনশ্রতি রয়েছে, খালিয়াজুরীতে কোনো কর্মকর্তা বা কর্মচারী না এলেও কোনো সমস্যা নেই। কেননা এলাকার জনসাধারণ সব সময় এসব দেখেই অভ্যস্থ। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন হলেও আমরা অবহেলিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি এই এলাকাবাসীর প্রতি নেই। শুধু মুখে মুখে আছে হাওরবাসীর উন্নয়ন। আমরা হাওরবাসীই বুঝি না কী উন্নয়ন হচ্ছে আমাদের ভাগ্যে। 

এ বিষয়ে জানতে নেত্রোকনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / জামান

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই