চরম দুর্ভোগে ধোপাছড়িবাসী
সেতু ভেঙে পড়ায় দুই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের চন্দনাইশের দুর্গম পাহাড়ি অঞ্চলের ধোপাছড়ি ইউনিয়নের দুই অঞ্চলের যোগাযোগের একমাত্র কাঠের সেতুটি বাঁশের বড় চালির সাথে ধাক্কা লেগে ভেঙে পড়েছে। এতে যোগাযোগের একমাত্র সেতু ভেঙে ওই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তি পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ ব্যবসায়ীর প্রায় ৪-৫ হাজার বাঁশের বড় চালি পানির স্রোতে ভাসিয়ে গন্তব্যে পৌঁছানোর সময় বাঁশের চালির সাথে কাঠের সেতুটির ধাক্কা লেগে ভেঙে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সেতুটি উপজেলা পরিষদের উদ্যোগে ধোপাছড়ি ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ড এবং বান্দরবানসংযোগ সড়কে ধোপাছড়ি খালের ওপর ১১ মাস আগে নির্মাণ করা হয়েছিল। সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যমে ছিল সেতুটি।
এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থীরা জানায়, সেতু থাকলে তারা বিনা খরছে সহজে এপার থেকে ওপারে যাতায়াত করে বিদ্যালয়ে যেত পারত। তবে সেতুটি ভেঙে যাওয়ায় এখন নৌকায় টাকা দিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ধোপাছড়ি ইউনিয়নটি দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। অনেক কষ্ট করে এখানকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়।
স্থানীয়রা জানান, স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পরও ভৌগোলিক কারণে এ অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে আছে। অনেক কষ্ট ও চেষ্টা করার পরে যোগাযোগের জন্য একটি কাঠের সেতু নির্ণাম করা হলেও ১১ মাসের মাথায় সেতুটি ভেঙে পড়ায় বিপাকে পড়েছে ধোপাছড়ি ইউনিয়নবাসী। এই দুর্গম পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র একটি বাজার এবং একটি হাসপাতাল রয়েছে। তাও সড়কপথে সংযোগ বিচ্ছিন্ন। কাদা আর পানির ভেতরে নৌকায় করে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে যেতে হচ্ছে।
ধোপাছড়ি বাজারের ব্যবসায়ীরা বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় কাঁচা বাজারসহ অন্য পণ্যসামগ্রী নিয়ে বাজারে আসতে কষ্ট হচ্ছে। ফলে ব্যবসায়ীদের বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে। দ্রুত সেতুটি সংস্কার করা না হলে কাঁচা বাজারসহ অন্যান পণ্যের পরিবহন ব্যয়ও বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে পূর্বের মতো ঘাট ব্যবস্থা চালু করে নৌকার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেতুটি দ্রুততম সময়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
এমএসএম / জামান

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
