ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত শরীয়তপুর পৌরসভার ৩ কাউন্সিলর


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১:১৪

শরীয়তপুর পৌরসভার তিন কাউন্সিলর হত্যা-ধর্ষণ, মাদক ব্যবসা, ভূমি দখল, অপহরণ, চাঁদাবাজি, বিভিন্ন সরকারি দফতরে টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ জেলার সব ধরনের অপরাধ নিয়ন্ত্রন করে। ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু বেপারী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ শেখ এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারীসহ তাদের আত্মীয়স্বজনরা মিলে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা।

আওয়ামী লীগের গত ১৬ বছর ধরে শরীয়তপুর সদর-১ আসনের  সাবেক এমপি বিএম মোজাম্মেল হক ও ইকবাল হোসেন অপুর ছত্রছায়ায় থেকে অপরাধ করে আসছেন তারা। পুলিশ, সাংবাদিকসহ কোনো আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনীই কথা বলতে পারেনি বাচ্চুর বিরুদ্ধে। বাচ্চু বেপারীর ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও খুনসহ সব ধরনের অপরাধের সেকেন্ড ইন্ড কমান্ড ছিলে তার ছোট ভাই চুন্নু বেপারী এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী। এছাড়া মাদক ব্যবসা ও টেন্ডারবাজির দায়িত্ব ছিলে ফরিদ শেখের হাতে। আধিপত্য বজায় রাখতে সদর পৌর আওয়ামী গীগ নেতা আ. মান্নানকে খুন করা হয় বাচ্চু বেপারী ও শ্রমিক নেতা ফারুক চৌকিদারের নেতৃত্বে।

শরীয়তপুরের ব্যবসায়ীদের ব্যবসা শুরুর আগে বাচ্চু বেপারীর ভয়ে চাঁদার টাকা তার ভাই চুন্নুর মাধ্যমে জমা দিয়ে ব্যবসা শুরু করতে হতো। এই বাচ্চু বেপারীর সন্ত্রাসের হাত থেকে সাংবাদিক, পুলিশ, নিজ ও বিরোধী দলীয় নেতা, সরকারি অফিসার, ঠিকাদার কেউই রক্ষা পায়নি। তার কোনো কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালেই তাদের ধরে নিয়ে যাওয়া হতো তার দখলকৃত জায়গা রাজগঞ্জ ব্রিজের কাছে ক্লাবের রিমান্ড সেলে। সেখানে  নিয়ে তাদের ওপর করা হতো নির্মম নির্যাতন।

এই বাচ্চু আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাস পরিষ্কারের কাজ করতেন। সেখান থেকে ২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বিএম মোজাম্মেল এমপি ও ইকবাল হোসেন অপুর ছত্রছায়ায় হয়ে উঠেন ভয়ংকর সন্ত্রাসী। গড়ে তোলেন মাদক ব্যবসা ও মোটরসাইকেল চোর সিন্ডিকেট। এরপর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মির্বাচিত হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গড়ে তোলেন একের পর এক চাঁদাবাজি, ভূমিদস্যুতা, টেন্ডারবাজি, অপহরণ, খুনসহ নতুন নতুন সিন্ডিকেট। এভাবে তিনি গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য। তার রয়েছে  প্রাডোসহ একাধিক দামি গাড়ি।

এদিকে ফরিদ শেখ টিউবওয়েল স্থাপনের কাজ থেকে উঠে এসে বাচ্চু বেপারীর মাদক ব্যবসা সামলাতে গিয়ে টাকার গরমে হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতা। শরীয়তপুর-মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মাদক পাচার করে রাতারাতি বনে যান কোটি কোটি টাকা ও গাড়ি-বাড়ি মালিক। টাকার গরমে ফরিদ শেখ নির্বাচিত হন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর। এরপর তিনিও ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।

৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি বাবার হাঁড়ি-পাতিলের ফেরিওয়ালার কাজ করে সংসার চালাতেন। সেখান থেকে সন্ত্রাসী বাচ্চুর সংস্পর্শে এসে হয়ে ওঠেন ভয়ংকর সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু। এভাবে গত এক যুগে জাহাঙ্গীর ও তার বাহিনী হাতিয়ে নেয় শত শত কোটি টাকা। টাকার গরমে তিনিও নির্বাচিত হন পৌরসভার  ৩নং ওয়ার্ড কাউন্সিলর। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরো বেপরোয়া ও ভয়ংকর সন্ত্রাসী। এরপর দখলে নেন একের পর এক সরকারি ও হিন্দুদের জমি। নিয়ন্ত্রণে নেন অপহরণ ও চাঁদাবাজ সিন্ডিকেট। তার সহযোগী হিসেবে কাজ করতেন ছাত্রলীগ নেতা আলমগীর চৌকিদার, জাহাঙ্গীর চৌকিদার এবং রিপন।
বাচ্চু বেপারীর সন্ত্রাসী বাহিনীতে প্রায় ৫০০ জান সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী  রয়েছে। 

বাচ্চু বেপারী জমিসহ অন্যান্য ব্যবসার কথা বলে যেসব লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন, তাদের মধ্যে অনেকেই দুর্নীতি দমন কমিশন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে বাচ্চু ও তার সহযোগীদের নামে একাধিক লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে তার বাহিনীর হাজার কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পেয়েছে। তারা মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

জামান / জামান

‎বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন

শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬

হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল

যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ

মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা

ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম

পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২

যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক

নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া

জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা

কুড়িগ্রামে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে শত শত হেক্টর ধান নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা