মধুখালীতে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
‘নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবাদকর্মীদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. শিরিন শারমিন খানের সভাপতিত্বে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতে উন্নয়নের বিষয়ে অবহিত করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ক্ষেত্র সহকারী পারভীন আক্তার ও মোহাম্মাদ সুজন প্রামাণিক।
মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজাহান হেলাল, মতিয়ার রহমান মিঞা, মেহেদী হোসেন পলাশ, মনিরুজ্জামান মৃধা মন্নু, মোহাম্মাদ মিজানুর রহমান সরদার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. শিরিন শারমিন খান।
এমএসএম / জামান