শহীদ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকালে উত্তরার শী সেল রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও উত্তরার সমন্বয়কগণ।
ছাত্ররা নিজের মাটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার দাবি নিয়ে নেমে ছিল রাজপথে কেউ ফিরেছে লাশ হয়ে আবার কেউ হারিয়েছে অঙ্গ-প্রতঙ্গ। কতোটা হৃদয় বিদারক মূহুর্ত বৃদ্ধ মায়ের কোলে মৃত একমাত্র কর্মজীবী সন্তানের লাশ আবার বাবার কোলে পড়ে ছিল ছোট্ট শিশুর রক্তমাখা দেহ। বৃষ্টিভেজা বৃহস্পতিবার বিকালে শহীদস্বজনদের আহাজারিতে আরও ভারী হয়ে উঠেছিলো সেই ভিজে পরিবেশটা। উত্তরাতে প্রথম শহীদ হয় আমার ছেলে, ড্রোন বানানোর নেশা ছিল তার। নিজে বানাতো এবং বিক্রিও করতো, নাসাতে যাওয়ার স্বপ্ন দেখতো ছেলে আমার। বাংলাদেশ থেকে মেধাবী একটা ছেলে হারিয়ে গেল। বলছিলেন ওই শহীদের মা।
বিদায় নিতে গিয়ে বলেছিল মা আমি যদি মারা যাই তবে দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমার লাশ টা রাজপথেই রেখে দিবে, ছেলে আমার সুন্দর কবিতা লিখতো। দাদাভাই তো চলে গেছে তোমাকে আমার কাছে রেখে আমি কার কছে রেখে যাবো তোমাকে। আমার মেয়েটা অনেক মেধাবী ছিল, গ্রাম থেকে শহরে এসেছিল উচ্চ শিক্ষার সুযোগ, কিন্ত লাশ হয়ে গেল।
আমরা ছেলের বয়স মাত্র ছয় বছর আমি চিন্তা করেছিলাম আমি ওর মতো করে নিজেকে তৈরি করবো, আপনারা এমন আয়োজন করবেন আমাদের কথা শুনবেন তা কল্পনা করি নাই। আমি কাঁদতে চাই না, আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা যেন কোনভাবে তারা ছিনতাই না করতে পারে আমি সেটাই চেয়েছিলাম কিন্তু আজকে মায়েদের কথায় আমার চোখে পানি চলে এসেছে তা আমি চাইনি বলে শোকে আর কান্নায় নিজেদের সন্তান হারানোর স্মৃতিচারণ করে সমন্বয়কদেরকে নিজের কথা জানায় আন্দোলনে নিহত শহীদদের পরিবারবর্গ।
এহসান সাদী খান, মাহতাব খান বাধন, ফরহাদ সোহেল, এ এইচ এম নোমান রেজা, শাহ আলম, আকাশ, রফিকুল ইসলাম আইনী, রাহাত, সামিউল, মীর মাহমুদুল হাসান, সান, মুন, তানভীরসহ বৈষম্য, বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরার আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, আব্দুল হান্নাদ মাসুদ, তৌহিদ সিয়াম-সহ শহীদ জাহিদুজ্জামান তানবিন এর মা (বিলকিছ জামান), শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর মা (ফাতেমা তুজ-জোহরা), শহীদ নাঈমা সুলতানা এর মা (আইনুন নাহার), শহীদ জাবের ইব্রাহিম এর বাবা (কবির হোসেন), শহীদ আব্দুল নুর এর বাবা (হাফেজ আবুল বাসার), শহীদ শেখ ফাহমিন জাফর এর মা( কাজী নুরুন মাখমিন), শহীদ আলমগীর (ড্রাইভার) এর মা (আলেয়া বেগম) এর অন্যান্য শহীদ ও আহতদের পরিবার বর্গ।
প্রধান অতিথি কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের আরও আগে উচিত ছিল আমাদের যে ভাইয়েরা/বোনেরা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের পরিবারের কাছে যাওয়া খোঁজ নেওয়া কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকায় দেরি হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী, আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা। এতো ভাইদের জীবন ও রক্তের বিনিময়ে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে তারপরেও মানুষ রুপি কিছু গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।
আজ আমরা আপনাদের কথা শুনতে এসেছি যদিও অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জায়গা থেকে আহত ভাইদের জন্য যে পদক্ষেপ নিয়ে যতটুকু কাজ করা বা যতটুকু আর্থিক সহযোগিতা করার দরকার তারা ততটুকু করতে পারেনি। আমাদের আহত বা নিহত শহীদ পরিবার এমনও আছে তারা মানষিকভাবে ভেঙে পড়েছে কিন্তু তারা একবারের জন্যও যেতে পারেনি।
অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে এক করে ফেলি কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন জায়গা আমরা তাদেরকেও প্রশ্ন করি। আমরা বলেছি আমরা লাল ফিতার দৌরাত্ব চাই না যতদ্রুত সম্ভব আহত ও শহীদ পরিবারের কাছে সাহায্যে পৌঁছে দেওয়া হোক বলে শহীদ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ কালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
জামিল আহমেদ / জামিল আহমেদ

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
