ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পাঠদান ব্যাহত

দুমকিতে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের টিনশেড ভবন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ২:৫১

ভবনের অভাবে শ্রেণি কার্যক্রম ব্যাহত। এক কক্ষের ভেতরে দুই শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিদ্যালয়টির কাঁচা একটি টিনশেড ঘরের চালের টিন ও বেড়া উড়ে ভেঙেচুরে হেলে পড়েছে। শ্রেণিকক্ষের পাঠদানের বেঞ্চ ও চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ফ্লোরে কাদা হ‌ওয়ায় বাধ্য হয়ে অন্য ভবনের একটি শ্রেণিকক্ষের মাঝখানে পার্টিশন দিয়ে দুটি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। বিদ্যালয়ের আর্থিক দুরাবস্থার কারণে মেরামত অথবা পুনর্নির্মান করা সম্ভব হয়নি এখনো।

সরেজমিন দেখা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে স্থাপিত। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ৭৫ ফুট দীর্ঘ ও ২৪ ফুট চওড়া একটি কাঁচা টিনশেড ভবনে তিনটি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঘরটি পাঠদানের অযোগ্য হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম বলেন, রিমালে ক্ষতিগ্রস্ত টিনশেড ভবনটি পাঠাদানের অনুপযোগী হয়ে পড়ায় বর্ষার মৌসুম বাধ্য হয়ে অন্য একটি ভবনের প্রতিটি শ্রেণিকক্ষ দুভাগে বিভক্ত করে কোনোরকম পাঠদান কার্যক্রম চালাচ্ছি। বিদ্যালয়ের কোনো ফান্ড না থাকায় ভবনটি পুনর্নির্মাণ সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় রিমালে ভবনটি বিধ্বস্ত হ‌ওয়ার পর এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। জেলা প্রশাসক বরাবরু আবেদন করেছি। এমতাবস্থায় শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ জানান, বিদ্যালয় ভবন নির্মাণের বরাদ্দ উপজেলা প্রশাসনে নেই। তবে পটুয়াখালী জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে