ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পাঠদান ব্যাহত

দুমকিতে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের টিনশেড ভবন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ২:৫১

ভবনের অভাবে শ্রেণি কার্যক্রম ব্যাহত। এক কক্ষের ভেতরে দুই শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিদ্যালয়টির কাঁচা একটি টিনশেড ঘরের চালের টিন ও বেড়া উড়ে ভেঙেচুরে হেলে পড়েছে। শ্রেণিকক্ষের পাঠদানের বেঞ্চ ও চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ফ্লোরে কাদা হ‌ওয়ায় বাধ্য হয়ে অন্য ভবনের একটি শ্রেণিকক্ষের মাঝখানে পার্টিশন দিয়ে দুটি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। বিদ্যালয়ের আর্থিক দুরাবস্থার কারণে মেরামত অথবা পুনর্নির্মান করা সম্ভব হয়নি এখনো।

সরেজমিন দেখা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালে স্থাপিত। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের ৭৫ ফুট দীর্ঘ ও ২৪ ফুট চওড়া একটি কাঁচা টিনশেড ভবনে তিনটি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঘরটি পাঠদানের অযোগ্য হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম বলেন, রিমালে ক্ষতিগ্রস্ত টিনশেড ভবনটি পাঠাদানের অনুপযোগী হয়ে পড়ায় বর্ষার মৌসুম বাধ্য হয়ে অন্য একটি ভবনের প্রতিটি শ্রেণিকক্ষ দুভাগে বিভক্ত করে কোনোরকম পাঠদান কার্যক্রম চালাচ্ছি। বিদ্যালয়ের কোনো ফান্ড না থাকায় ভবনটি পুনর্নির্মাণ সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় রিমালে ভবনটি বিধ্বস্ত হ‌ওয়ার পর এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। জেলা প্রশাসক বরাবরু আবেদন করেছি। এমতাবস্থায় শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ জানান, বিদ্যালয় ভবন নির্মাণের বরাদ্দ উপজেলা প্রশাসনে নেই। তবে পটুয়াখালী জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।

এমএসএম / জামান

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে