উখিয়ার দাপুটে বাদশার পতন, র্যাবের হাতে আটক
উখিয়ায় ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া দাপুটে ব্যক্তিদের মধ্যে অন্যতম নুর মোহাম্মদ বাদশা। আওয়ামী লীগ সরকারের আমলে উখিয়ায় বিস্তর প্রভাব ও ক্ষমতা চালিয়ে রীতিমতো আলোচনায় আসেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে উখিয়ার দাপুটে নেতা বাদশার ক্ষমতারও পতন হয়।
সূত্রে জানা যায়, সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে তার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় ০৫টি মামলা দায়ের করা হয় । যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে র্যাব -১৫।
জানা যায়, উখিয়া সিকদার বিল এলাকার সৈয়দ নুরের ছেলে নুর মোহাম্মদ বাদসা (৪০) এক সময় তার নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। সংসার চালাতে নেমে পড়ছিলেন গাড়ির জগতে। প্রথমে হেলফার পরে ড্রাইভার হয়ে বেশ কয়েকবছর তিনি জীবন নির্বাহে সংগ্রাম করেন। তারপরও সংসারিক জীবন চালাতে হিমশিম হচ্ছিল তার। এর পর থেকে জড়িয়ে পড়েন অবৈধ কর্মকাণ্ডে। ব্যবহার করেছেন তৎসময়ের স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের।
উখিয়া-টেকনাফ আসনের গ্রেফতারকৃত সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদি’র অন্যতম সহযোগী হয়ে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ভূমি দখল, কক্সবাজারের পরিবহন সেক্টরে সিন্ডিকেট করে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। জীপ মালিক সমিতি গঠন করে সমস্ত ডাম্পার গাড়ি থেকে প্রতি মাসে নিয়মিত মাসিক চাঁদা আদায় করতো। এছাড়াও উখিয়া কক্সবাজারগামী সড়কের সি-লাইন নামক বাস সমিতি গঠন করে উক্ত লাইনের বাসগুলো থেকে দৈনিক হারে চাঁদা আদায় করতো। তার এই অপকর্মের সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশের কারণে বিভিন্ন সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ ব্যাপক হয়রানি করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক তার কনিষ্ঠ আপন এক ব্যাক্তি জানিয়েছে, বর্তমানে তার নামে-বেনামে যত সম্পদ দৃশ্যমান হয়েছে সব কালো টাকায়। বাদশা সুযোগে সৎ ব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন। উখিয়া থেকে গাড়ি চালিয়ে কক্সবাজার যাওয়ার পথে সকল যাত্রীদের তল্লাশী করা হলেও ড্রাইভারদের তল্লাশী করা হতো না। এটি এখনো চলমান রয়েছে। মাঝে মধ্যে তল্লাশি করা হয় কোন ইনফরমেশন বা সন্দেহজনক হলে।
বাদশা সেই সুযোগটা কাজে লাগিয়ে ইয়াবার বড় বড় চালান গুলো ক্যারিং করতো ড্রাইভার সেজে। সে ব্যবসা করেনি সত্য। কিন্তু তার চালিত গাড়ি করে ইয়াবা ক্যারিং করে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়ার কন্টাক্ট নিয়ে মোটা অংকের টাকা কামিয়েছেন।
হাতে টাকার গরম আসলে গাড়ির ড্রাইভারি ছেড়ে দিয়ে নিজেই কিনে নেন সী-লাইন গাড়ি। গাড়ির মালিক বনে যাওয়ায় নিজেকে আরো ভারী করতে প্রবেশ করেন আওয়ামীলীগের রাজনীতিতে। রাজনীতি শুরু করে সরকার দলীয় প্রতিটি প্রোগ্রামে মোটা টাকার ডোনেশন দিয়ে হয়ে উঠে নেতাদের আস্তাভাজন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে রাজাপালং ৫নং ওয়ার্ডের সভাপতির পদটিও তিনি ভাগিয়ে নেন তার কালো টাকায়।
পরে আরো বেপরোয়া হয়ে তৎসময়ে দায়িত্বে থাকা শ্রমিক নেতাদের মধ্যে কোন্দল সৃষ্টি করে দিয়ে রাতারাতি নিজেই হয়ে উঠেন পরিবহন শ্রমিক নেতা।
এভাবেই তার উত্থান শুরু হয়ে উখিয়ায় গড়ে তুলেন নামে বেনামে অটল সম্পদ। সম্প্রতি কোটি টাকার জমি ক্রয় করে নির্মাণ করতেছে বহুতল ভবন।
তার গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন মুঠোফোনে বলেন, বাদশাহকে র্যাব আটক করেছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী মুঠোফোনে বলেন, বাদশাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জামান / জামান
হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন
এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার
তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া
ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা
বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান
ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা
নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়
কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান
বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার
ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ