শিবপুর উপজেলা পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত
নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ শিবপুর উপজেলা শাখার আয়োজনে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ইটাখোলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পরিষদের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ল্যাব এইড হাসপাতালের সিনিয়র ভার্স্কুলার সার্জন ডা. বজলুল গনি ভূঁইয়া এবং পরিষদের অন্যতম উপদেষ্টা আকরামুল হাসান মিন্টু।
শিবপুর উপজেলা শাখার সমন্বয়ক মোমেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরীক্ষক রাসেল মিয়া, গ্রুপ এডমিন ও প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান, প্রতিষ্ঠাকালীন সদস্য ও গ্রুপ মডারেটর সেনাবাহিনীতে কর্মরত কিশোর, গ্রুপ মডারেটর ও পেশাজীবীর জব বিষয়ক পরমার্শক নরসিংদী টিটিসির জব প্লেসমেন্ট অফিসার রুবেল রানা, উপজেলা সহ-সমন্বয়ক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন নরসিংদী সদরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান রনি, শিক্ষা অফিসার আলাল গাজী, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আশিদুল হক, ঢাকা জজ কোর্টের আইনজীবী রিকবদার, চ্যানেল আইয়ের সাংবাদিক তৈয়বুর রহমান ভূঁইয়া, ওবায়দুল প্রমুখ।
মতবিনিময় শেষে নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা আকরামুল হাসান মিন্টুকে সবুজ পাহাড় ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচন করায় শুভেচ্ছা স্মারকযুক্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জামান / জামান