ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদীর ৩৩০ মণ্ডপে রংতুলির আঁচড়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:৩৭

আর মাত্র ৫ দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে আরো উৎসবমুখর করতে নরসিংদীর পূজামণ্ডপগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাকে সাজাতে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার প্রতিমা কারিগররা। শত কষ্টের মধ্যেও দুর্গাকে সাজাতে পেরে কিছুটা প্রশান্তি পাচ্ছেন এসব কারিগর।

আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডবে মণ্ডবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এবার নরসিংদী জেলায় সর্বমোট ৩৩০টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে।

এদিকে বেশ কয়েকটি পূজা মণ্ডবে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দিনরাত প্রতিমাশিল্পীরা কাজ করছেন। খড় আর কাঁচামাটি ও রঙের কাজ শেষে এখন নানা সাজসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশসহ সব দেবতাকে বর্ণিল করে তোলার কাজ চলছে। দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এরই মধ্যে পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

নরসিংদীর জয় মা দুর্গা প্রতিমা শিল্পালয়ে গিয়ে প্রতিমাশিল্পী গোপাল পাল, পরিতোষ পাল, সুধির পাল ও বাদল বণিকের সাথে কথা হয়। তারা জানান, দীর্ঘ বছর ধরে নরসিংদীতে প্রতিমা তৈরির কাজ করে আসছেন। আগে যে মূর্তি ৫০ হাজার টাকায় বিক্রি করা হতো, এখন ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এ বছর প্রতিমা তৈরি করা হলেও রং, বাঁশসহ প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম অনেক বেশি। একটি প্রতিমা তৈরি করতে তিন-চার কারিগর মিলে কমপক্ষ ১২ থেকে ১৫ দিন সময় লাগে। সে হিসেবে অনেক খরচ বেশি হলেও বিক্রি করতে হয় কম দামে। 

নরসিংদীতে প্রায় ১৯টি প্রতিমা শিল্পালয় গড়ে উঠেছে। এর মধ্যে নরসিংদী শহরে ৬টি, সদর উপজেলার পাঁচদোনায় ৪টি, শিবপুরের যোশরে ৩টি, পলাশে ২টি, রায়পুরায় ২টি ও মনোহরদীতে ২টি প্রতিমাশিল্পালয় রয়েছে। এতে প্রায় দেড় শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পাশাপাশি ভারত থেকেও মৃৎশিল্পীরা চুক্তিতে এসব প্রতিমা শিল্পালয়ে কাজ করছেন। মৃৎশিল্পীদের হাতের নৈপুণ্যের ওপর নির্ভর করে প্রতিমার সৌন্দর্য। মানে ভালো ও দামে কম হওয়ায় নরসিংদীর প্রতিমার চাহিদা দেশজুড়ে। এ বছর নরসিংদী জেলায় ৩৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৯৬টি, শিবপুরে ৬৭টি, রায়পুরায় ৫৮টি, মনোহরদীতে ৪৬টি, পলাশে ৪২টি এবং বেলাবোতে ২১টি। উল্লেখ্য, এর মধ্যে নরসিংদী পৌরসভায় ৩৩টি এবং মাধবদী পৌরসভার ৯টি পূজামণ্ডপ রয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এরই মধ্যেই জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা এবং মন্দির কমিটির লোকদের নিয়ে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের লক্ষ্যে একাধিক সভা করা করেছেন।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান গণমাধ্যম কে জানান, শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। একাধিক সভা করা হয়েছে।  পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

জামান / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী