নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৭ জন
নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৭। নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে, সরকারি হাসপাতালে নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন। ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৭। নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ ডেঙ্গু রোগী। সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন।
এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৪ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
T.A.S / জামান