ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে টেন্ডারে কোটি টাকার অনিয়মের অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:৪২

রাজবাড়ী জেলার বৃহত্তম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতালে ২০২৪-২৫ অর্থবছরের ওষুধ, এমএসআর, গজ-ব্যান্ডেজ, কেমিক্যাল রি-এজেন্ট, এক্স-রে ফ্লিম ও রাসায়নিক দ্রব্যাদি এবং ফার্নিচার ও কিচেনসামগ্রীসহ বিভিন্ন খাতে মালামাল ক্রয়ে কোটি টাকার দরপত্র আহ্বানে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ রয়েছে, পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার জন্য কোনো প্রকার বরাদ্দ ছাড়াই রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের মালামাল ক্রয়ের জন্য ৮টি গ্রুপে দরপত্র আহ্বান করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম এ হান্নান। গত ১০ সেপ্টেম্বর ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 

অভিযোগ রয়েছে, প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে বিধিবহির্ভূতভাবে গ্রুপওয়ারি ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক এবং বিভিন্ন সামগ্রীর স্যাম্পল/নমুনা দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। জানা গেছে, ইতিপূর্বে হাসপাতালের এমএসআরসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নমুনা প্রদানের বাধ্যবাধকতা না থাকলেও হাসপাতালের তত্ত্বাবধায়ক সুকৌশলে এসব শর্তারোপ করে আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করেছেন। এ নিয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে দরপত্র আহ্বানে স্বচ্ছতা সৃষ্টির উদ্দেশ্যে সরকারিভাবে ই-টেন্ডার প্রথা চালু করা হলেও দপ্তরপ্রধানরা পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে পরস্পর যোগসাজশে নিজ প্রতিষ্ঠানের জন্য গোপনীয় পাসওয়ার্ড তাদের সরবরাহ করে থাকে। এতে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান যে দরই উল্লেখ করুক না কেন, তা সহজেই জেনে যাওয়া সম্ভব হচ্ছে। ফলে প্রতিযোগিতামূলক বাজারে অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হচ্ছে। এর জন্য এক শ্রেণির দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা/প্রতিষ্ঠানপ্রধানকে দায়ী করছেন ভূক্তভোগীরা।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের মালামাল ক্রয়ে নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরার প্রসিদ্ধ ওষুধ ব্যবসায়ী মামুন ড্রাগনের স্বত্বাধিকারী মো. আজিজুল হক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর গত ২৩ সেপ্টেম্বর লিখিতভাবে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু তত্ত্বাবধায়ক আরোপিত শর্ত জুড়ে দিয়ে আহ্বানকৃত দরপত্র প্রক্রিয়া সম্পাদন করতে অনড় অবস্থানে থাকায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

 এ বিষয়ে মামুন ড্রাগসের স্বত্বাধিকারী মো. আজিজুল হক বেআইনি, স্বেচ্ছাচারী ও অসম শর্তারোপকৃত দরপত্র (ডিএসএইচআর/এমএসআর/ই-টেন্ডার/২০২৪-২০২৫/১৭০২ তারিখ-০৮/০৯/২০২৪) বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন (১১৬৪৫/২০২৪) মামলা দায়ের করেন। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজবাড়ী জেলা সদর হাসপাতালের উক্ত দরপত্রের কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিতসহ ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করে।

রিটে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চর্ম ও যৌন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট, নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এবং আবাসিক মেডিকেল অফিসারকে বিবাদী করা হয়েছে।

এদিকে উচ্চ আদালতের স্থগিতাদেশের পরও তত্ত্বাবধায়ক ডা. এসএম এ হান্নান পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আইনি বাধা পেরিয়ে কাজ প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন রিটকারী আজিজুল হক।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম এ হান্নানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে এক নারী নিজেকে সেবিকা পরিচয় দিয়ে স্যার অপারেশনে ব্যস্ত বলে জানান।

অভিযোগ রয়েছে, ডা. হান্নানের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে বিশ্বজিৎ হত্যা মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে বহু নারী-পুরুষকে চেকের বিনিময়ে চড়া সুদে নগদ টাকা ধার দেয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে আদালতে অন্তত এক ডজন মামলা রয়েছে। এসব মামলায় হাজিরা দিতেই ডা. হান্নানের প্রতিদিন আদালতপাড়ায় দেখা যায়। ফলে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসাসেবা যা হওয়ার তাই হচ্ছে।

এমএসএম / জামান

ফেনীতে মশিউর বিল্পবের পুজামন্ডপ পরিদর্শন

মুলাদীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি কন্যা ডা. জাহানারা লাইজু

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শারমীন এস মুরশিদ

‘মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: ড. আতিক মুজাহিদ

আদমদীঘি জামায়াতের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন

ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু, চালক আটক

স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি-গুইমারা

রাঙামাটিতে পৃথক নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ-৩

মান্দায় দূর্ঘটনায় আহত যুবককে দিয়ে থানায় মামলা

চৌগাছার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন সিনিয়র সচিব নাসিমুল গনি

সিংড়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আনু'র পূজা মন্ডপ পরিদর্শন