ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাভারে বিভিন্ন পূজামণ্ড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জে. (অব,) আব্দুল হাফিজ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১১:২৪

ঢাকা জেলার সাভার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। বুধবার (৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্মনকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সামাজিক সম্প্রীতির বন্ধন রেখে পূজা উদযাপন করতে হবে। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষের বসবাস। সকলেই আমরা বাংলাদেশি।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সাভারের ঐতিহ্যবাহী দক্ষিণপাড়ার পূজামন্দির পরিদর্শন করে জানতে পারলাম এখানকার সকল হিন্দু ভাই-বোনেরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। আজকে ষষ্ঠীর দিন এবং আমরা আশা করি আগামী চার-পাঁচ দিন এই সুন্দর পরিবেশে যে সম্পর্ক এখানো বজায় রেখেছে, তা যেন বাকি দিনগুলোতে বজায় থাকে। আমরা জানি এটি শুধু সাভার নয়, বাংলাদেশের  প্রত্যেকটা উপজেলাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে এবং আবহমান কাল থেকে আমাদের হিন্দু ভাই-বোনেরা এই শারদীয় দুর্গাৎসোব পালন করে থাকে এবং আমার এখানে এসে মনে হয়েছে এখানে যে পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা সকলে আশা করবেন যে, এ ধরনের পরিবেশ এখানে বজায় থাকবে এবং আগামীতেও এরকম পরিবেশ থাকবে। আমরা খুশি হব যদি এই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়াই কেবলমাত্র যারা ভলান্টিয়ার অর্থাৎ যাদের আমরা স্বেচ্ছাসেবক বলি তাদের উপস্থিতিতেই যদি পূজা উদযাপিত হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাম্য।

তিনি আরো বলেন, আমি এই দক্ষিণপাড়ার সার্বজনীন পূজামন্দির এবং সাভার  উপজেলায়  যতগুলো জায়গার মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে, সব জায়গায় সুন্দরভাবে উদযাপিত হবে সেটাই কামনা করি। এই উদযাপনের সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, তারা তাদের মিলিত প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তা প্রদানের মাধ্যমে যাতে একটা সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হতে পারে আমরা সেটাই কামনা করি। এখানে উপস্থিত সকল পূজারি এবং সকল ভক্তকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও সকলের কল্যাণ কামনা করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, সেনা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

T.A.S / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন