বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার" শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এলাকার
বিশিষ্ট ব্যক্তিগণ স্থানীয় শিক্ষানুরাগীদের নিয়ে পৌরশহরের পাখিয়ালাস্থ মাদ্রাসা প্রাঙ্গণে এক মোবারক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের মূল কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউর হক ও সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামতলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ কলেজের অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এমদাদুল ইসলাম, প্রধান মেহমানের বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভী লোকমান আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও সাংবাদিক এম এম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী এনামুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সাধারন সম্পাদক ফয়ছল আলম স্বপন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল হোসেন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসার সদস্য মাতাব উদ্দিন ও জুনেদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, উসমান আলী, আব্দুস সামাদ, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য আশফাক আহমদ ও রেদোয়ান আহমদ রুম্মান প্রমূখ।
প্লে-নার্সারী থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিশু ভর্তি কার্যক্রম আধুনিক সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ই মূল লক্ষ্য। কুরআন, হাদিস ও আদর্শভিত্তিক নৈতিক শিক্ষা, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্বাবধানে পরিচালিত হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আরবী, ইংরেজি স্পোকেন, কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীলতার বিকাশে পরিচর্যা নেওয়া হবে। সর্বোপরী ভর্তিচ্ছুক আগামী প্রজন্মকে আধুনিক ও ইসলামী সুশিক্ষায় গড়ে তোলাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান।
পরিশেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও অত্র প্রতিষ্ঠানে সফলা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত