কেশবপুরে মেছোবাঘ উদ্ধার
যশোরের কেশবপুরে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মেছোবাঘটি উদ্ধার করে রোববার (২৯ আগস্ট) দুপুরে বন বিভাগ কর্তৃপক্ষ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বনে অবমুক্ত করে।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামবাসী শনিবার ওই পুরুষ মেছোবাঘটিকে কৌশলে আটক করে রাখে। খবর পেয়েই বন বিভাগ কর্তৃপক্ষ বাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসা শেষে অফিসের বারান্দায় খাঁচার মধ্যে রেখে দেয়। রাতে বাঘটি খাঁচা থেকে বেরিয়ে বারান্দার বিচালির ভেতর ঢুকে বসে থাকে। সকালে খোঁজাখুঁজির পর বিচালি সরিয়ে আবারো বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঘটিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার বৃহত্তর বনে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বলেন, মেছোবাঘটিকে বন বিভাগ কর্তৃপক্ষ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে।
এমএসএম / জামান