ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সন্দ্বীপে দুর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি অতন্দ্র প্রহরী ছিলেন বিএনপি নেতৃবৃন্দ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:৩০

রবিবার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার। অশ্রুসজল চোখে সনাতনী সম্প্রদায়ের মানুষ বিসর্জন দিলেন দুর্গা মাকে। ভাঙল এ বছরের ২৪টি মণ্ডপে মিলনমেলা। অনেক অজানা ভয় ও শংকা কাটিয়ে নির্বিঘ্নে শেষ হলো এই বিশাল রাষ্ট্রীয় উৎসবের। আর এই ভয় ও শংকাকে জয় করার পেছনে যারা বিগত এক মাস ধরে সবাইকে নিরাপত্তার আশ্বাস জুগিয়েছেন, তার বেশিরভাগ কৃতিত্ব উপজেলায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দের।

সন্দ্বীপ বরাবরই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবাসস্থল হলেও এবার ৫ আগস্টের পটপরিবর্তনের ফলে অনেকে পূজোর প্রস্তুতি নিতে দেরি করে ফেলেছিলেন অজানা ভয় ও শংকা থেকে। ফলে ৬টি মণ্ডপে হয়েছে ঘটপূজার আয়োজন, নয়তো ৩০টি মণ্ডপেই পূজা হতো জমকালো আয়োজনে। পূজার আমেজ শুরু হতেই নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, অ্যাসিল্যান্ড তাসফিক সিগবাত উল্ল্যাহসহ সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, রিপন তালুকদার, জামসেদুর রহমান, আলমগীর হোসাইন ঠাকুর, আজমত আলী বাহাদুর, জিএস আবুল বশার, এয়ার বাংলা আনোয়ার, হাসানুজ্জামান মামুন, সাইফুদ্দিন শামীম, কাউন্সিলর নাজিম উদ্দিন, মো. মাঈন উদ্দীন, মাহবুবুল আলম শিমুল, আকরাম হাসানসহ অনেক বিএনপি নেতা ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী কয়েক দিন নির্ঘুম কাটিয়েছেন। নিরাপত্তাদানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছেন। অর্জন করে নিয়েছেন সনাতনীদের আস্থা ও নির্ভরতার। জনগণ আশা করছেন এতে বিএনপি নেতারা নিজেরাই আত্মতুষ্টিতে ভুগবেন, স্বস্তির নিশ্বাস ফেলবেন নির্বিঘ্নে পূজা সমাপ্ত করতে পেরেছেন ভেবে। 

দেবী দুর্গাকে বিদায় দেয়ার পর এ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরো একটি বছর। তাই মণ্ডপে মণ্ডপে ছিলে বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, আরতি, পূজা-অর্চনায় কেবলই দেবী দুর্গার বিদায়ের আয়োজন ছিলে সারাদেশের মতো সন্দ্বীপেও। স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে মণ্ডপসংলগ্ন পুকুরেই প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। 

মহালয়ার মধ্যদিয়ে গত ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওই দিন থেকেই পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয়। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবার শেষ হলেও প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলো ১৩ অক্টোবর।

এমএসএম / জামান

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা