ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা, অভিযোগ প্রত্যাহারে হুমকি


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৫:২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে নূরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগমকে মারধর করে একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আজহারুল ইসলাম গং। পরে এ ঘটনার বিচার চেয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেন হাজেরা বেগমের স্বামী নূরুল ইসলাম। অভিযোগে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির বিষয়টিও উঠে এসেছে। গত শুক্রবার বিকালে উপজেলার লাউজানা গ্রামে মারধরের ঘটনাটি ঘটে। 

এদিকে, থানায় অভিযোগ দেয়ার পর নূরুল ইসলামের ওপর ক্ষেপেছেন আজহারুল ইসলামসহ তার লোকজন। এসব অভিযোগ তুলে নিতে এবং হাসপাতাল থেকে বের করে করে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানান হুমকি দেয়া হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নূরুল ইসলাম।

নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কয়েক দফা সালিশ হয়। সর্বশেষ গত মাসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু আজহারুল ইসলামসহ তার লোকজন বিচার-সালিশ না মেনে চলে যান। 

তিনি আরো জানান, এই ক্ষোভের কারণে গত ১১ অক্টোবর শুক্রবার বিকালে আমার বাড়ির পুকুরপাড়ে কাজ করার সময় আইয়ুব আলী, তার ছেলে আজহারুল ইসলাম, জুবায়েদ, আ. গনি (রুবেল) ও অজ্ঞাতনামা আরো তিনজনকে নিয়ে তারা ওই জমি দখল করতে যান। তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাধা দিলে আজহারুল ইসলামসহ তার লোকজন হাজেরা বেগমের পরনের কাপড়-চোপড় টেনে-হিঁচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এলোপাতাড়ি মারপিট করে নূরুল ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্ষাক্ত জখম করে।

হাজেরা বেগমের বাম কান ছিঁড়ে দুই আনা ওজনের স্বর্ণের দুল ও আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করেন। এ ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দিলে তা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছেন আজহারুল ইসলামসহ তার লোকজন। এমনকি হাসপাতাল থেকে বের করে দিতে হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে অস্থায়ী সেনা ক্যাম্পেও লিখিত অভিযোগ দায়েরের কথা জানান নূরুল ইসলাম। গ্রামের লোকজনও তার পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার চান তিনি।

তবে নূরুল ইসলাম ও তার স্ত্রীকে মারধর ও হুমকির বিষয়ে আজহারুল ইসলাম বলেন, আমরা তাকে একটুও চাপ প্রয়োগ করিনি। কথাকাটাকাটি ও ঠেলা-ধাক্কা হয়েছে ঠিক আছে, সেটাও তার অপরাধের কারণে। জমি আমাদের, কাগজপত্রও আমাদের নামে। মামলা মোকদ্দমা হয়েছে কিনা- খোঁজখবর নিতে আমার বোনজামাই এসেছে এবং দুপক্ষের লোকজনকে শান্ত থাকতে বলছেন। প্রয়োজনে গ্রামের লোকজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হবে। তার সাথে লোকজন এসেছিল।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্তস্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু