তজুমদ্দিনের মেঘনায় ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে
ইলিশের মাছের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত শনিবার মধ্যরাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য সার্বক্ষণিক মৎস্য প্রশাসন অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে। ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
নিষেধাজ্ঞায় থাকা ইলিশের ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলা জেলার মদনপুর থেকে চরপিয়াল হয়ে মেঘনার শাহবাজপুর পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাই অভয়াশ্রম এলাকায় ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ শিকারে বিরত থাকতে তজুমদ্দিনে ১৮ হাজার ৪১৫ জেলে পরিবারের জন্য সরকার খাদ্য সহায়তা বাবদ ৪৬০ দশমিক ৩৭৫ টন চাল বরাদ্দ দিয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পর্যন্ত জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনারের পাশাপাশি উপজেলার সর্বত্রই মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। ২২ দিনের কর্মসূচি বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা প্রশাসন, মৎস্য প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ২২ দিনের অভিযান বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং করে পুলিশ ও কোস্টগার্ডকে সহায়তা করার জন্য চিঠি দেয়া হয়েছে। ছোট-বড় ১২টি সচেতনতামূলক সভা করা হয়েছে। পাঁচ ইউনিয়নে টাস্কফোর্স কমিটির ৫টি সভা করা হয়েছে। নদীতে ও উপরে মাইকিং করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সব মিলিয়ে ২২ দিনের অভিযান বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সবার সমস্বয়ে এ বছর একটি সফল অভিযান হবে বলে আশা করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, ২২ দিনে সরকারের আইন বাস্তবায়ন করতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। মা ইলিশ রক্ষা করতে মৎস্য প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডসহ আমরা সবাই একযোগে কাজ করব। জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে সভা-সেমিনারের পাশাপাশি উপজেলাব্যাপী মাইকিং করা হয়েছে। অভিযান শুরু হওয়ার সাথে সাথে নদীতে আমাদের কঠোর নজরদারি থাকবে। অভিযান বাস্তবায়নে জেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদের দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
T.A.S / জামান
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!