ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

তজুমদ্দিনের মেঘনায় ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৬:১০

ইলিশের মাছের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত শনিবার মধ্যরাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য সার্বক্ষণিক মৎস্য প্রশাসন অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে। ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

নিষেধাজ্ঞায় থাকা ইলিশের ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলা জেলার মদনপুর থেকে চরপিয়াল হয়ে মেঘনার শাহবাজপুর পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাই অভয়াশ্রম এলাকায় ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ শিকারে বিরত থাকতে তজুমদ্দিনে ১৮ হাজার ৪১৫ জেলে পরিবারের জন্য সরকার খাদ্য সহায়তা বাবদ ৪৬০ দশমিক ৩৭৫ টন চাল বরাদ্দ দিয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পর্যন্ত জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনারের পাশাপাশি উপজেলার সর্বত্রই মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। ২২ দিনের কর্মসূচি বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা প্রশাসন, মৎস্য প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ২২ দিনের অভিযান বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং করে পুলিশ ও কোস্টগার্ডকে সহায়তা করার জন্য চিঠি দেয়া হয়েছে। ছোট-বড় ১২টি সচেতনতামূলক সভা করা হয়েছে। পাঁচ ইউনিয়নে টাস্কফোর্স কমিটির ৫টি সভা করা হয়েছে। নদীতে ও উপরে মাইকিং করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সব মিলিয়ে ২২ দিনের অভিযান বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সবার সমস্বয়ে এ বছর একটি সফল অভিযান হবে বলে আশা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, ২২ দিনে সরকারের আইন বাস্তবায়ন করতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। মা ইলিশ রক্ষা করতে মৎস্য প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডসহ আমরা সবাই একযোগে কাজ করব। জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে সভা-সেমিনারের পাশাপাশি উপজেলাব্যাপী মাইকিং করা হয়েছে। অভিযান শুরু হওয়ার সাথে সাথে নদীতে আমাদের কঠোর নজরদারি থাকবে। অভিযান বাস্তবায়নে জেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদের দিয়ে অভিযান পরিচালনা করা হবে।

T.A.S / জামান

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত