পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর গণঅভিযোগ
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে জমি জবরদখল, ক্ষমতার অপব্যবহার, পিস্তল দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওমর ফারুক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে। তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় জমি নিয়ে বাড়িও করেছেন তিনি। গত ১৪ অক্টোবর এলাকাবাসী তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসক বরাবর নুর আলম, আব্দুল গনিসহ ৩০ জন স্বাক্ষরিত একটি গণঅভিযোগ দায়ের করে তাদের জীবনের নিরাপত্তাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, কর্নেল (অব.) ওমর ফারুক দুর্নীতিবাজ, ভূমি জবরদখলকারী, ক্ষমতার অপব্যবহারকারী। সেনাবাহিনীতে চাকরিরত থাকাকালীন তেঁতুলিয়ার আজিজনগর এলাকায় ভূমি দালালদের মাধ্যমে নামমাত্র মূল্যে কিছু ভেজাল জমি ক্রয় করেন। জমি দখলকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে ২০০৭ সালে সামরিক শাসন চলাকালে সেনাবাহিনীকে ব্যবহার করে আমাদের অনেকের মাথায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে বাড়িঘর, দোকানপাট ভেঙে দিয়ে আমাদের উচ্ছেদ করে জমি দখল করে নেন। এ কাজে প্রতিবাদ করায় আফছার আলী নামে এক ব্যক্তিকে পঞ্চগড় জেলা আদালত প্রাঙ্গণ হতে তিনি সেনা ক্যাম্পে তুলে নিয়ে মারপিট করায় তার অকালমৃত্যু হয়।
আরো জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সরকারদলীয় মন্ত্রী, নেতাকর্মী, বিভিন্ন বাহিনীর অফিসার ও সরকারি আমলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করতে সাহস পায়নি।উল্টো আমাদের মিথ্যা মামলা দিয় হয়রানি করেন। ওমর ফারুক তার ব্যবহৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও শারিরীক নির্যাতন করাসহ তার দলভুক্ত লোকজনদের দিয়ে জমি দখল করে নিয়েছেন। গত ৫ আগস্ট স্বৈরশাসকের পতনের দিনও প্রকাশ্যে পিস্তল হাতে লোকজনকে ভয় দেখিয়ে জমি দখল করে নেন। আমরা প্রতিবাদ করায় তিনি পূর্বের মতো বর্তমানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া মাঠপর্যায়ে সেনাবাহিনীর মাধ্যমে জমি দখল ও আমাদের সেনা ক্যাম্পে নিয়ে মারধর করার প্রকাশ্যে হুমকি প্রদান করেন।
অভিযুক্ত সেনা কর্মকর্তা ওমর ফারুক জানান, আজিজনগর গিয়ে বাবুল ও হানিফের সাথে কথা বললে সব পাবেন। নুরে আলম বাবু আমার কাছে জমি বিক্রি করে চিট করেছে। আমার জমি দখল করতে এসে পারেনি। তারপরও ডিস্টার্ব করছে। আমি সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি।
এমএসএম / জামান
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন