হাটহাজারীতে মহাসমারোহে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা তথা ফানুস উড়ানো উৎসব বুধবার (১৬ অক্টোবর) মহাসমারোহে উদযাপন করা হয়েছে।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষু সংঘের বর্ষাব্রত অধিষ্ঠান ও গৃহী সংঘের আমাবস্যা, অষ্টমী ও বিভিন্ন পূর্ণিমা তিথিতে উপসথ শীল গ্রহণ, বিদর্শন সাধনা অধিষ্ঠান শেষে এই প্রবারণা পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। দিনটি বৌদ্ধ ধর্মীয় গুরু তথা ভিক্ষু সংঘের বর্ষাব্রত অধিষ্ঠানের সমাপনী দিন। পরদিন থেকে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক বুদ্ধ কর্তৃক বহুজনের হিত সুখের জন্য ভিক্ষু সংঘকে ধর্ম প্রচারের প্রদত্ত নির্দেশনা অনুসারে বিভিন্ন বৌদ্ধবিহারে, বিশেষ করে যেসব বিহারে ভিক্ষু সংঘ বর্ষাব্রত অধিষ্ঠান করেছিল সেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সভায় গিয়ে গৃহী সংঘকে ধর্ম উপদেশ প্রদান করা হয়ে থাকে।
এই ধর্মীয় উৎসব মহাসমারোহে ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত ১৩টি বৌদ্ধবিহার তথা মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, প্রবারণা পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোকসজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যাকালীন প্রদীপপূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।
উপজেলা আওতাধীন পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধবিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎজোতি বৌদ্ধবিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্ংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা, মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধবিহারে প্রবারনা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লিখিত বিহারসমূহে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় স্ব স্ব বিহারের অধ্যক্ষগণ সভাপতিত্ব করেন।
হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ফানুস উৎসবরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবিন, পরিদর্শক (তদন্ত) নূরুল আলম, ৩নং মির্জাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া, মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া বন্ধন ও সুজন বড়ুয়া মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়