হেডম্যানপাড়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বুদ্ধমূর্তি স্নানের মধ্যদিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যানপাড়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারে মারমাদের আষাঢ়ী পূর্ণিমা বা ওয়াগ্যাই পোওয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে সারিবদ্ধ করে বিহারে গিয়ে দাংক-দায়িকারা হাতে টিফিন ছোয়াইং নিয়ে প্রথমে গৌতম বুদ্ধের কাছে দানের পর বিহারাধ্যক্ষের কাছে এসব ছোয়াইং দান করা হয়।
এবার ছোট পরিসরে মারমাদের প্রবারণা পূর্ণিমা দুই দিনব্যাপী চলবে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রধান দায়ক ৩নং ইউপি চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্ব বিহার প্রধান ঞানাওয়াইনসা ভান্তেসহ স্থানীয় ধর্মপ্রাণ ছোট-বড় দায়ক-দায়িকা এবং বিহার পরিচালনা কমিটির সেক্রেটারি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিহারধ্যক্ষ গণমাধ্যমকে জানান, আজ মারমা ওয়াগ্যাই পোওয়ে শেষ দিন শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় দেশ, সমাজ ও সকল জাতির জন্য শান্তিময় কল্যাণ বয়ে আনার উদ্দেশ্যে জাতক বুদ্ধ ত্রিপিটক পাঠ দেশনায় মধ্যদিয়ে এবারে আষাঢ়ী পূর্ণিমা শেষ করব। এরপর ছোট-বড় নতুন থামী কাপড় পরিধান করে সকলে মিলে বুদ্ধের কাছে ফুলপূজা, আহারপূজা, কল্পতরু দান ও প্রদীপপুজা করতে দেখা যায়। সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বসবাসরত মারমা সম্প্রদায় প্রতিবছরের ন্যায় এবারো বৌদ্ধ ধর্মের অনুযাসারীরা আষাঢ়ী পূর্ণিমা পালন করছি।
পার্বত্য চট্টগ্রামের মারমারা পূর্ব পুরুষের আমল থেকে ওয়াছোহ: বা তিথি হতে তিন মাস বর্ষাবাস সময় গৌতম বুদ্ধের আদর্শের রীতিনিতী বাণী অনুযায়ী দায়ক-দায়িকাসহ শ্রমণ ভিক্ষুরা মাছ, মাংস, ডিম, জীব-জন্তু হত্যা ও আহার হতে বিরত থাকে। তিন মাস অতিবাহিত হওয়ার পর আষাঢ়ী পূর্ণিমা তিথি অক্টোবর মাস শেষ হয়। মারমা সম্প্রদায় বুদ্ধের ধর্মের অনুসারী যুগ যুগান্তরে দ্বিতীয় বড় উৎসব ওয়াগ্যাই পোওয়ে পালন করে থাকে বলে জানা যায়। বিহারে বড় ভান্তে সকল দায়ক-দায়িকার উদ্দেশে পঞ্চশীল অষ্টশীল গৌতম বুদ্ধের নিকট শীল প্রার্থণা গ্রহণ করেন। এছাড়া ধর্মের দেশনার মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল সম্প্রদায় নিয়ে শান্তিশৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারি সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয়েছে।
বৌদ্ধ ধর্ম শান্তিপ্রিয় ধর্ম হিসেবে পরিচিত। বিকাল ৩টায় বিহারে গিয়ে দায়ক-দায়িকা ছোট-বড় মিলে সারিবদ্ধভাবে ধর্মের ঘণ্টা বাজিয়ে সাদা পানি, লাল চন্দন পানি ও সাদা চন্দন দিয়ে বুদ্ধের মূর্তিকে স্নান করা হয়েছে।
পার্বত্য চট্রগ্রামের পার্বত্য চট্রগ্রাম ভিক্ষু সংঘ পরিষদ প্রেস ব্রিফিংয়ে জানায়, আপাতত তিন পার্বত্য জেলা কঠিন চীবন দান আইনশৃঙ্খলা বিবেচনায় চিন্তা-ভাবনা করে এ বছর কঠিন চীবর দান বন্ধ ঘোষণা প্রজ্ঞাপন জারি করা হহয়েছে।
এমএসএম / জামান
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়