বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা
শনিবার গাবতলী, বেরীবাঁধ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কে, এম রাশেদুজ্জামান সভাপতি বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,আরো উপস্থিত ছিলেন মোঃ চুন্নু মিয়া (সাধারন সম্পাদক) সহ বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
উক্ত আলোচনা সভায় কমিটির সদস্যবৃন্দরা প্রস্তাবিত সংস্কারসমূহ ও বেতনগ্রেড এবং অর্গানোগ্রাম প্রবর্তন সহ বিভিন্ন দাবি দাবার কথা তুলে ধরেন।প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রদানপূর্বক দেশের প্রতিটি জেলা পরিষদে (পার্বত্য জেলা ব্যতীত) তাদের পদায়নের ব্যবস্থা গ্রহণ। মহোদয়ের সদয় জ্ঞাতার্থে উল্লেখ্য যে, সর্বশেষ ২০০৭ সালে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ এ পদে পদোন্নতি যোগ্য পর্যাপ্ত পরিমাণের ফিডার পদধারী কর্মচারী রয়েছেন।
জেলা পরিষদের প্রকৌশল শাখায় নিজস্ব সহকারী/সিনিয়র সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ১০০% (শতভাগ) নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে পদায়ন।সচিবালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের ন্যায় জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের পদনাম পরিবর্তন।মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখ্য যে, চাকুরি স্থায়ী হওয়ার আশায় অগণিত কর্মচারী স্বল্প বেতনে ২০-৩০ বছর ধরে চাকুরি করে আর্থিক অভাবে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।
জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদেরকে আনুতোষিক ১০০% পরিশোধের ব্যবস্থাকরণ।জেলা পরিষদের বিদ্যমান সাংগঠনিক কাঠামো ও চাকুরী বিধিমালা সংশোধনের ব্যবস্থাকরণ। সংশোধিতব্য সাংগঠনিক কাঠামোতে সহকারি নির্বাহী কর্মকর্তা পদ সৃষ্টি করে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে তা পূরণ করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ১৭০ তারিখ: ১০/০৯/১৯৯৫খ্রি: মোতাবেক প্রধান সহকারী/শাখা সহকারী/উচ্চমান সহকারী/বাজেট পরীক্ষক
(হিসাবরক্ষক) এর পরিবর্তিত পদবী 'প্রশাসনিক কর্মকর্তা' পদে এবং সাঁটলিপিকার পদ হতে ব্যক্তিগত কর্মকর্তা পদে উন্নীতকরণ সংস্থাপন মন্ত্রনালয়ের ১৯.১১.১৯৯৪ সালের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের নির্দেশনার আলোকে জেলা পরিষদে কর্মরত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ারগণকে ১০ম গ্রেডে উন্নীতকরণ।
প্রতিটি পদে ০৩ (তিন) বছর অন্তর পদোন্নতির ব্যবস্থা করা।সংস্কার কমিটিতে জেলা পরিষদের একজন কর্মচারীকে প্রতিনিধি হিসেবে রাখা।মোঃ চুন্নু মিয়া (সাধারন সম্পাদক)তিনি বলেন আমরা কর্মকর্তা কর্মচারীগণ সকলে পদোন্নতি হতে বঞ্চিত আছি আইন অনুযায়ী যেভাবে পদোন্নতি হওয়ার কথা ছিল সেইভাবে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই। সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমরা সকলেই পদোন্নতি হতে বঞ্চিত আছি তাই এই সংগঠনটাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি মজবুত সংগঠন তৈরি করতে হবে এবং সকলে পদোন্নতি সহ মাস্টার রোলে কর্মরতদের স্থায়ীকরণের জন্য সকলের সব বিষয়ে সহযোগিতা করে একসঙ্গে কাজ করতে হবে তাহলে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
কে, এম রাশেদুজ্জামান (সভাপতি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দের ও সংগঠনের যে সকল সদস্য বৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া চেয়ে এবং সংগঠনের যে সকল সদস্য বৃন্দ অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে । বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সদস্য বৃন্দদের বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে এই আলোচনা সভা সমাপ্ত করেন।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার