ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

গণনার ফলাফলে সুন্দরবনে ১২৫টি বাঘ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১১:৩১
সুন্দরবনে বাঘের সংখ্যা বাগেরহাট জেলার বনে বেশি। গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ পাওয়া গেলেও মোট সংখ্যার ৫৯% শতাংশ বাঘ বাগেরহাট জেলার সুন্দরবনে রয়েছে। এবারের গণনায় ২১টি বাচ্চা বাঘের ছবি পাওয়া গেছে। বাচ্চা বাঘ গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার ফলাফলে এসব তথ্য জানা গেছে।
 
বন বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯১৮ সালে বাঘ গণনার পাঁচ বছর পর ২০২৩ সালের জানুয়ারি মাসে পুনরায় সুন্দরবনে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রেডে ১ হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন বেঁধে রাখা শেষে ২০২৪ সালের মার্চ মাসে বাঘ গণনার মাঠপর্যায়ের কাজ শেষ হয়। ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি পরীক্ষা করে ২০২৩-২৪ সালের গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে বলে বন বিভাগ গত ৮ অক্টোবর গণনার ফলাফল ঘোষণা করে জানায়। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সাথে ২১টি বাচ্চা বাঘের ছবি ধরা পড়েছে। বাচ্চা বাঘের মৃত্যুর হার বেশি বলে বাচ্চা বাঘ গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৮ সালের গণণায় ৫টি বাচ্চা বাঘের ছবি পাওয়া যায়। এর আগে ২০১৫ সালের গণনায় সুন্দরবনে ১০৬টি, ২০১৮ সালের গণনায় ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়। পাঁচ বছরে সুন্দরবনে প্রাপ্তবয়স্ক বাঘ বেড়েছে ১১টি। বিশ্বে বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ রয়েছে। 
 
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের ফলাফলে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাঘ বেড়েছে। জেলেরা সুন্দরবনে অনেক জায়গায় মা বাঘের সাথে বাচ্চা বাঘ দেখতে পেয়েছেন। বিশেষ করে শরণখোলা রেঞ্জে একটি বাঘিনীর সাথে চারটি বাচ্চা দেখা গেছে বলে এসিএফ জানিয়েছেন।
 
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, বাগেরহাটের সুন্দরবনে বাঘের মূল খাবার হরিণসহ অন্যান্য খাবার ও বাঘের আবাসস্থল তাদের অনুকূলে থাকায় এখানে বাঘ বাড়ার অন্যতম কারণ বলে তিনি মনে করেন।
 
বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনকে তিনটি ব্লকে ভাগ করে বাঘ গণনার কার্যক্রম চালানো হয়। ব্লকগুলো হলো- শরণখোলা-চাঁদপাই এবং খুলনা ও সাতক্ষীরা ব্লক। তিনটি ব্লকের মধ্যে বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জ ও চাঁদপাই এলাকার বনে ৫০টি বাঘ পাওয়া যায়। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সাথে ২১টি বাচ্চা বাঘের ছবি ধরা পড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাচ্চা বাঘের মৃত্যুর হার বেশি বলে বাচ্চা বাঘ গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৮ সালের গণণায় ৫টি বাচ্চা বাঘের ছবি পাওয়া যায়। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে দুই বছর ধরে চলা বাঘ গণনার চূড়ান্ত ফলাফল প্রকাশ বিশ্ব বাঘ দিবসে ৩০ জুন ঘোষণার কথা থাকলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারের বাঘ গণনার ফলাফল দেরিতে ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বলে সিএফ জানিয়েছেন।

T.A.S / জামান

ধর্ম যার যার রাষ্ট্র সবার বাকেরগঞ্জ পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মঞ্জুর মোর্শেদ

রাতে রাকশা নিয়ে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা মানিক খান

ভূরুঙ্গামারী বাজারে সবজি ও কাঁচামরিচের দাম চড়া ,বিপাকে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতারা

নড়াইলের লোহাগড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলাম

মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের পূজা মন্ডপ পরিদর্শন

গৃহবধূ ফাতেমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

যশোর বিআরটিএ’র পরিদর্শক তারিক হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: আকরাম হোসাইন

নাঙ্গলকোটে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে শিবিরের কর্মীর বিরুদ্ধে

ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা

গোপালগঞ্জ জেলা প্রশাসক কামরুজ্জামান মুকসুদপুর দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন

বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে মডেল মন্দির করে দেবেন তারেক রহমানঃ নাসিরুল ইসলাম