ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান ইউপি চেয়ারম্যান-মেম্বাররা


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১:৪৫

আইন অনুযায়ী মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ চেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ইউনিয়ন পরিষদ বাতিল করলে দুর্গম এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে। রবিবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ দাবি জানায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন জেলা শাখা।

তারা জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদ সংস্কারের লক্ষ্যে চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করলে তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করলে শান্তিপূর্ণ কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান-মেম্বাররা।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি তরুণ জ্যোতি চাকমা বলেন, আমরা পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে আসছি। যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা না থাকে তাহলে কারোর পক্ষেই সম্ভব হবে না দুর্গম এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সেবা দেয়া। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাজস্ব আদায়, প্রত্যয়নপত্র, জাতীয়তা সনদ সেবা থেকে বঞ্চিত হবে। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রান্তিক পর্যায়ে গ্রামে বিভিন্ন সালিশ তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নিবেদন করতে চাই, জনগণের দেয়া আমাদের ওপর অর্পিত দায়িত্ব মেয়াদকাল পর্যন্ত পালন করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, লংগদু কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান, নানিয়ারচর বুড়িঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, লংগদু বগাচত্বর সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগমসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ।

পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

T.A.S / জামান

গাজীপুরে ওয়াক্ফ এস্টেটের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ