মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান ইউপি চেয়ারম্যান-মেম্বাররা
আইন অনুযায়ী মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ চেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ইউনিয়ন পরিষদ বাতিল করলে দুর্গম এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে। রবিবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ দাবি জানায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন জেলা শাখা।
তারা জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদ সংস্কারের লক্ষ্যে চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করলে তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করলে শান্তিপূর্ণ কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান-মেম্বাররা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি তরুণ জ্যোতি চাকমা বলেন, আমরা পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে আসছি। যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা না থাকে তাহলে কারোর পক্ষেই সম্ভব হবে না দুর্গম এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সেবা দেয়া। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাজস্ব আদায়, প্রত্যয়নপত্র, জাতীয়তা সনদ সেবা থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রান্তিক পর্যায়ে গ্রামে বিভিন্ন সালিশ তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নিবেদন করতে চাই, জনগণের দেয়া আমাদের ওপর অর্পিত দায়িত্ব মেয়াদকাল পর্যন্ত পালন করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, লংগদু কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান, নানিয়ারচর বুড়িঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, লংগদু বগাচত্বর সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগমসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ।
পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
T.A.S / জামান
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত
দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি