মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান ইউপি চেয়ারম্যান-মেম্বাররা

আইন অনুযায়ী মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ চেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ইউনিয়ন পরিষদ বাতিল করলে দুর্গম এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে। রবিবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ দাবি জানায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন জেলা শাখা।
তারা জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদ সংস্কারের লক্ষ্যে চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করলে তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করলে শান্তিপূর্ণ কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান-মেম্বাররা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি তরুণ জ্যোতি চাকমা বলেন, আমরা পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে আসছি। যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা না থাকে তাহলে কারোর পক্ষেই সম্ভব হবে না দুর্গম এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সেবা দেয়া। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাজস্ব আদায়, প্রত্যয়নপত্র, জাতীয়তা সনদ সেবা থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রান্তিক পর্যায়ে গ্রামে বিভিন্ন সালিশ তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নিবেদন করতে চাই, জনগণের দেয়া আমাদের ওপর অর্পিত দায়িত্ব মেয়াদকাল পর্যন্ত পালন করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, লংগদু কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান, নানিয়ারচর বুড়িঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, লংগদু বগাচত্বর সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগমসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ।
পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
T.A.S / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'
