মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান ইউপি চেয়ারম্যান-মেম্বাররা

আইন অনুযায়ী মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ চেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ইউনিয়ন পরিষদ বাতিল করলে দুর্গম এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে। রবিবার (২০ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ দাবি জানায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন জেলা শাখা।
তারা জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদ সংস্কারের লক্ষ্যে চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করলে তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্তর্বর্তী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করলে শান্তিপূর্ণ কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান-মেম্বাররা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি তরুণ জ্যোতি চাকমা বলেন, আমরা পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে আসছি। যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা না থাকে তাহলে কারোর পক্ষেই সম্ভব হবে না দুর্গম এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সেবা দেয়া। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাজস্ব আদায়, প্রত্যয়নপত্র, জাতীয়তা সনদ সেবা থেকে বঞ্চিত হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রান্তিক পর্যায়ে গ্রামে বিভিন্ন সালিশ তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নিবেদন করতে চাই, জনগণের দেয়া আমাদের ওপর অর্পিত দায়িত্ব মেয়াদকাল পর্যন্ত পালন করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, লংগদু কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান, নানিয়ারচর বুড়িঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, লংগদু বগাচত্বর সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগমসহ জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ।
পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
T.A.S / জামান

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার
