ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ডেমরা থানায় লিখিত অভিযোগ

ডেমরায় গার্মেন্টস ব্যবসায়ীকে চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকি 


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২২-১০-২০২৪ রাত ১১:৪৭

রাজধানীর ডেমরা থানাধীন বামৈল বাইতুল নূর জামে মসজিদ এলাকায় জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের কাছে চাঁদার দাবি ও তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত-মঙ্গলবার ১ অক্টোবর তারিখে রাত আনুমানিক ১১ঃ ২৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের শালা মোঃ হোসাইন ইসলাম হোসেন (৩২) বাদী- হয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন, ডেমরা থানার অভিযোগের সূত্রে জানা যায়, ডেমরা থানা বামৈল বাইতুল নূর জামে মসজিদ, এলাকার মৃত- আঃ কাদের ছেলে মিজানুর রহমান রঞ্জিত (৪৫) দারওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির ও প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানা অভিযোগের বাদী- হোসাইন ইসলাম হোসেন বলেন, আমার বড় বোনের জামাই গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় ৬৬ নং ওয়ার্ড ডগার রসুলনগর (আহমাদি) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় ট্রাক গাড়ি আসলে গাড়ি রাস্তার ভিতরে না ঢোকার জন্য বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান তিনি আমাকে এবং আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন এবং বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে পরবর্তী ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করি।

ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করেন, তবে এখন পর্যন্ত ডেমরা থানায় কোন মামলা হয়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি করেছেন ভুক্তভোগীরা, স্থানীয়রা জানান, মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান চিহ্নিত অপরাধী সে জুয়ার বোর্ড চালায় দীর্ঘদিন ধরে কলাবাগান মাঠে মেলার নামে চাঁদাবাজি এবং অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী, এ বিষয়ে জাকারিয়া ফ্যাশন গার্মেন্টসের মালিক অহিদুল মাতব্বর দৈনিক সকালের সময়’কে বলেন, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন আনার সময় রাস্তায় বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান পরবর্তী সে দাবী করেন ৫০ হাজার টাকা আমি না দিতে জানালে তিনি আমাকে ভয় ভীতি এবং হুমকি প্রদান করে।

মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান এতসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি মোটো ফোনে দৈনিক সকালের সময়’কে জানান, কলাবাগান মাঠে মেলার বিষয় জানতে চাইলে বলেন, এলাকার কিছু লোক দোকানদারি করে আমি কোন টাকা পয়সা নেই না। চাঁদাবাজির বিষয় জানতে চাইলে বলেন, আমার বোনের সম্পত্তির বাউন্ডারি দেওয়াল ভেঙেছে সে কারণে আমি ৫০ হাজার টাকা চেয়েছি  এবং আমার বাড়িতে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছি এবং আমার বাড়িতে মেয়ে দিয়ে দেহ ব্যবসা করি পারলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে ধরুক। ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা গেলে রাস্তার সাথে ওয়াল ভাঙ্গার কোন চিহ্ন পাওয়া যায়নি।

আরো দেখা গেছে  চলাচল রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, হোসাইন ইসলাম হোসেন একটা অভিযোগ দিয়েছে মিজানুর রহমান রঞ্জিতের বিরুদ্ধে, এ বিষয় তদন্তের জন্য এসআই শাহ আলম’কে দেওয়া হয়েছে ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন