ডেমরা থানায় লিখিত অভিযোগ
ডেমরায় গার্মেন্টস ব্যবসায়ীকে চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকি
রাজধানীর ডেমরা থানাধীন বামৈল বাইতুল নূর জামে মসজিদ এলাকায় জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের কাছে চাঁদার দাবি ও তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত-মঙ্গলবার ১ অক্টোবর তারিখে রাত আনুমানিক ১১ঃ ২৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের শালা মোঃ হোসাইন ইসলাম হোসেন (৩২) বাদী- হয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন, ডেমরা থানার অভিযোগের সূত্রে জানা যায়, ডেমরা থানা বামৈল বাইতুল নূর জামে মসজিদ, এলাকার মৃত- আঃ কাদের ছেলে মিজানুর রহমান রঞ্জিত (৪৫) দারওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির ও প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানা অভিযোগের বাদী- হোসাইন ইসলাম হোসেন বলেন, আমার বড় বোনের জামাই গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় ৬৬ নং ওয়ার্ড ডগার রসুলনগর (আহমাদি) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় ট্রাক গাড়ি আসলে গাড়ি রাস্তার ভিতরে না ঢোকার জন্য বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান তিনি আমাকে এবং আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন এবং বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে পরবর্তী ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করি।
ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করেন, তবে এখন পর্যন্ত ডেমরা থানায় কোন মামলা হয়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি করেছেন ভুক্তভোগীরা, স্থানীয়রা জানান, মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান চিহ্নিত অপরাধী সে জুয়ার বোর্ড চালায় দীর্ঘদিন ধরে কলাবাগান মাঠে মেলার নামে চাঁদাবাজি এবং অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী, এ বিষয়ে জাকারিয়া ফ্যাশন গার্মেন্টসের মালিক অহিদুল মাতব্বর দৈনিক সকালের সময়’কে বলেন, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন আনার সময় রাস্তায় বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান পরবর্তী সে দাবী করেন ৫০ হাজার টাকা আমি না দিতে জানালে তিনি আমাকে ভয় ভীতি এবং হুমকি প্রদান করে।
মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান এতসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি মোটো ফোনে দৈনিক সকালের সময়’কে জানান, কলাবাগান মাঠে মেলার বিষয় জানতে চাইলে বলেন, এলাকার কিছু লোক দোকানদারি করে আমি কোন টাকা পয়সা নেই না। চাঁদাবাজির বিষয় জানতে চাইলে বলেন, আমার বোনের সম্পত্তির বাউন্ডারি দেওয়াল ভেঙেছে সে কারণে আমি ৫০ হাজার টাকা চেয়েছি এবং আমার বাড়িতে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছি এবং আমার বাড়িতে মেয়ে দিয়ে দেহ ব্যবসা করি পারলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে ধরুক। ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা গেলে রাস্তার সাথে ওয়াল ভাঙ্গার কোন চিহ্ন পাওয়া যায়নি।
আরো দেখা গেছে চলাচল রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, হোসাইন ইসলাম হোসেন একটা অভিযোগ দিয়েছে মিজানুর রহমান রঞ্জিতের বিরুদ্ধে, এ বিষয় তদন্তের জন্য এসআই শাহ আলম’কে দেওয়া হয়েছে ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি
এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার
গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা
ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি
চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক
উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি
শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি
রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন
রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ