ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডেমরা থানায় লিখিত অভিযোগ

ডেমরায় গার্মেন্টস ব্যবসায়ীকে চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকি 


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২২-১০-২০২৪ রাত ১১:৪৭

রাজধানীর ডেমরা থানাধীন বামৈল বাইতুল নূর জামে মসজিদ এলাকায় জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের কাছে চাঁদার দাবি ও তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত-মঙ্গলবার ১ অক্টোবর তারিখে রাত আনুমানিক ১১ঃ ২৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের শালা মোঃ হোসাইন ইসলাম হোসেন (৩২) বাদী- হয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন, ডেমরা থানার অভিযোগের সূত্রে জানা যায়, ডেমরা থানা বামৈল বাইতুল নূর জামে মসজিদ, এলাকার মৃত- আঃ কাদের ছেলে মিজানুর রহমান রঞ্জিত (৪৫) দারওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির ও প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানা অভিযোগের বাদী- হোসাইন ইসলাম হোসেন বলেন, আমার বড় বোনের জামাই গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় ৬৬ নং ওয়ার্ড ডগার রসুলনগর (আহমাদি) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় ট্রাক গাড়ি আসলে গাড়ি রাস্তার ভিতরে না ঢোকার জন্য বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান তিনি আমাকে এবং আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন এবং বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে পরবর্তী ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করি।

ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করেন, তবে এখন পর্যন্ত ডেমরা থানায় কোন মামলা হয়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি করেছেন ভুক্তভোগীরা, স্থানীয়রা জানান, মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান চিহ্নিত অপরাধী সে জুয়ার বোর্ড চালায় দীর্ঘদিন ধরে কলাবাগান মাঠে মেলার নামে চাঁদাবাজি এবং অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী, এ বিষয়ে জাকারিয়া ফ্যাশন গার্মেন্টসের মালিক অহিদুল মাতব্বর দৈনিক সকালের সময়’কে বলেন, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন আনার সময় রাস্তায় বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান পরবর্তী সে দাবী করেন ৫০ হাজার টাকা আমি না দিতে জানালে তিনি আমাকে ভয় ভীতি এবং হুমকি প্রদান করে।

মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান এতসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি মোটো ফোনে দৈনিক সকালের সময়’কে জানান, কলাবাগান মাঠে মেলার বিষয় জানতে চাইলে বলেন, এলাকার কিছু লোক দোকানদারি করে আমি কোন টাকা পয়সা নেই না। চাঁদাবাজির বিষয় জানতে চাইলে বলেন, আমার বোনের সম্পত্তির বাউন্ডারি দেওয়াল ভেঙেছে সে কারণে আমি ৫০ হাজার টাকা চেয়েছি  এবং আমার বাড়িতে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছি এবং আমার বাড়িতে মেয়ে দিয়ে দেহ ব্যবসা করি পারলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে ধরুক। ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা গেলে রাস্তার সাথে ওয়াল ভাঙ্গার কোন চিহ্ন পাওয়া যায়নি।

আরো দেখা গেছে  চলাচল রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, হোসাইন ইসলাম হোসেন একটা অভিযোগ দিয়েছে মিজানুর রহমান রঞ্জিতের বিরুদ্ধে, এ বিষয় তদন্তের জন্য এসআই শাহ আলম’কে দেওয়া হয়েছে ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন