ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ২৪ অক্টোবর থেকে কিশোরীরা পাবে জরায়ুমুখ ক্যান্সারের টিকা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১:৪০

জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) নিয়ে সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীদের জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে এক ডোজ টিকাই যথেষ্ট। ২৪ অক্টোবর থেকে ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।

১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনামূল্যে এ টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জ জেলায় পর্যায়ক্রমে ৮৯ হাজার ৬৯১ কিশোরীকে বিনামূল্য এ টিকা দেয়া হবে। টিকা দিতে কিশোরীদের রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তরা।

এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। এতে সহায়তা করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস।

আলোচনার শুরুতে এইচপিভি কী, কিভাবে এটি সংক্রমিত হয়ে জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে, এটি প্রতিরোধে টিকার কার্যকারিতা, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকা নিবন্ধন করার উপায় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ১৮ দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি এবং বাকি দিনগুলোতে গ্রুপভিত্তিকভাবে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সভায় জানানো হয়, প্রতি বছর বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় লাখে ১১ জন নারী। দেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ রোগ এটি। এইচপিভি জীবাণু শরীরে প্রবেশের পর এর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১০ থেকে ১৫ বছর। আক্রান্ত রোগীদের প্রায় সবাই শনাক্ত হন একদম শেষ সময়ে গিয়ে। তখন আর সেরে ওঠার উপায় থাকে না। ৩৫-৫০ বছর বয়সের মেয়েদের বেশিরভাগের এ সমস্যা ধরা পড়ে। কিন্তু কিশোরী বয়সে মাত্র একটি টিকা নিয়ে সারাজীবনের জন্য এই রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

আলোচনা সভায় জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে তথ্য  উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. রেসমা খাতুন। তিনি বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি যৌনবাহিত ভাইরাস। এই ভাইরাসের ১৩ ও ১৮ নম্বর সেলোটাইপ যৌনাঙ্গে ও জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টি করে। নারীরা আক্রান্ত হলেও এটির বাহক মূলত পুরুষরা। বাল্যবিবাহ, অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণ, বহু গর্ভধারণ, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধকারী বা এইডস আক্রান্ত ব্যক্তি, প্রজনন সম্পর্কে অসচেতন জনগোষ্ঠী এ ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ বলেন, গত বছর ঢাকা বিভাগে স্কুল পর্যায়ে প্রায় ১৫ লাখের বেশি কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হয়েছে। এতে কারো শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। এই সাফল্যের ফলে এ বছর অন্য ৭টি বিভাগের সব জেলা, উপজেলা এবং সিটি করপোরেশনের সব স্কুল ও স্কুলবহির্ভূত কিশোরীদের এই টিকা দেয়া হবে। টিকা গ্রহণের জন্য কিশোরীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর।

সিভিল সার্জন আরো বলেন, এই উদ্যোগের বৃহত্তর লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে জরায়ুমুখ ক্যান্সার মুক্ত করা। এর জন্য এখন থেকেই সর্বজনীন জনসচেতনতা তৈরি করতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য এইচপিভি টিকার গুরুত্ব ব্যাখ্যা করে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা হক বলেন, কেউ ক্যান্সারে আক্রান্ত হলে তো শুধু সে একা কষ্ট পায় না, তার সঙ্গে পরিবারও দুর্দশায় পড়ে। ক্যান্সার হলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতিও অনিবার্য। আমাদের সবাইকে এভাবেই একে অপরের জন্য এগিয়ে আসতে হবে। দেশের সব প্রান্তের মেয়েরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে। কোনো কিশোরী যেন টিকা থেকে বাদ না যায়, সেজন্য সার্বিক সহায়তা কামনা করেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। 

সভায় আরো বক্তব্য দেন- ডা. শাহনাজ পারভীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসা. শামশুনাহার, সাংবাদিক কামাল সুকরানা, আজিজুর রহমান শিশির প্রমুখ।

T.A.S / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ