ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:১৯

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি  সুরক্ষা কর্মসূচি 'অধিকার এখানে এখনই’ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কন্যাশিশুদের নিয়ে ‘ভবিষ্যতে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও’ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সাথে ‘কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে আইনি পদক্ষেপি যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা প্রয়োজন’ বিষয়টি নিয়ে স্কুলশিক্ষার্থী, ইয়ুথ, স্কুলশিক্ষক, অভিভাবক ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে প্যানেল আলোচনা করা হয়।

আলোচনা সভায় ইয়ুথ সদস্য হাজেরা বিবির সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মণ্ডল।

ইয়ুথ সদস্য দীপক চক্রবর্তী ও রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মণ্ডল, জেলা যুব সংগঠক সম্রাট হোসেন, নারী উদ্যোক্তা সুফিয়া সুলতানা।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রকল্পটির এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর জানান, কন্যাশিশুদের ভবিষ্যৎ স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সামনে সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ও কন্যাশিশুরা কিভাবে ভবিষ্যৎকে কিভাবে দেখতে চায় এবং তাদের সম্ভাবনা ও দাহিদার প্রতি সমাজের মনোযোগ আকর্ষণ করা। এতে কন্যাশিশুর অধিকারের গুরুত্ব ও তাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। সেই সাথে সফল গালস ইয়ুথ (শ্যাডো লিডার) ও নারীদের সফলতার কাহিনীর মাধ্যমে তরুণ কন্যাশিশুরা উৎসাহিত হবে এবং তাদের নিজের স্বপ্নপূরণের জন্য অনুপ্রেরণা পাওয়ার উদ্দেশ্যে এবং কন্যাশিশুরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবে। এতে তাদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য ও অর্জনের জন্যই আজকের এই প্রোগ্রাম।

T.A.S / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান