ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:১৯

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি  সুরক্ষা কর্মসূচি 'অধিকার এখানে এখনই’ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কন্যাশিশুদের নিয়ে ‘ভবিষ্যতে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও’ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সাথে ‘কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে আইনি পদক্ষেপি যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা প্রয়োজন’ বিষয়টি নিয়ে স্কুলশিক্ষার্থী, ইয়ুথ, স্কুলশিক্ষক, অভিভাবক ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে প্যানেল আলোচনা করা হয়।

আলোচনা সভায় ইয়ুথ সদস্য হাজেরা বিবির সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মণ্ডল।

ইয়ুথ সদস্য দীপক চক্রবর্তী ও রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মণ্ডল, জেলা যুব সংগঠক সম্রাট হোসেন, নারী উদ্যোক্তা সুফিয়া সুলতানা।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রকল্পটির এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর জানান, কন্যাশিশুদের ভবিষ্যৎ স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সামনে সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ও কন্যাশিশুরা কিভাবে ভবিষ্যৎকে কিভাবে দেখতে চায় এবং তাদের সম্ভাবনা ও দাহিদার প্রতি সমাজের মনোযোগ আকর্ষণ করা। এতে কন্যাশিশুর অধিকারের গুরুত্ব ও তাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। সেই সাথে সফল গালস ইয়ুথ (শ্যাডো লিডার) ও নারীদের সফলতার কাহিনীর মাধ্যমে তরুণ কন্যাশিশুরা উৎসাহিত হবে এবং তাদের নিজের স্বপ্নপূরণের জন্য অনুপ্রেরণা পাওয়ার উদ্দেশ্যে এবং কন্যাশিশুরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবে। এতে তাদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য ও অর্জনের জন্যই আজকের এই প্রোগ্রাম।

T.A.S / জামান

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মতবিনিময় সভা

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ