ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৫-১০-২০২৪ রাত ১২:৩১

ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে এজাহারকৃত মামলার আসামি মোঃ মারুফ হাসান পল্লব (৩২) ও আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা। আজ বৃহস্পতিবার (২৪ই অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছে উত্তরা পশ্চিম থানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ১২ নং সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের ৬১ নং বাসার ম্যানেজার কাউয়ুমকে জিম্মি করে অজ্ঞাতনামা ৯/১০ জন দুষ্কৃতিকারী বাসার ৬ষ্ট তলায় ড. হারুনুর রশিদ হাওলাদার (কেন্দ্রীয় আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখলী জেলা আওয়ামী লীগ এর সদস্য এছাড়াও পটুয়াখালী জেলার দুমকী উপজেলার দুই বারের আওয়ামী লীগ হতে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং গত ৪ টি সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ নং আসন থেকে এমপি নমিনেশন প্রার্থী ) এর  বাসায়  ছাত্র সমন্বয়কের ( বিজিএমইএ ও শান্ত মারিয়াম ইউনির্ভাসিটি) পরিচয় দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে।

এসময় বাসায় থাকা সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলে এবং ড. হারুনুর রশিদ হাওলাদার এর স্ত্রী ড. মমতাজ শাহানারা (ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল)কে বলে তাদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুদ আছে এবং পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দিব। নতুবা ২৫ লক্ষ টাকা চাঁদা চাঁদা দিতে হবে। পরবর্তীতে চাঁদা না দেওয়ায় ওই বাসা থেকে তারা  ৮৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা নিয়ে যায়। ওই ঘটনায় ড. হারুনুর রশিদ হাওলাদার এর স্ত্রী ড. মমতাজ শাহানারা উত্তরা পশ্চিম থানায় বাদী একটা মামলা দায়ের করেন মামলা নং-৩৪, তারিখ-২০/১০/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৪১৯/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড, ১৮৬০ যা রুজু হয়।

উক্ত মামলা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানার একটি টিম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন), অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা ঘটনাস্থলে হাজির হয় এবং ঐ দিনেই ঘটনাস্থলের আশপাশের ১২ টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করে গ্রেফতার করাসহ মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই এর একটি টিম ঘটনাস্থল থেকে আসামীদের হাতের ছাপ ও ২ টি সিগারেট এর অংশ বিশেষ উদ্ধার করে।

গত  ২২ অক্টোবর ভোর রাতে উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) রওনক জাহান এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগীতায় সহকারী পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) সাদ্দাম হোসেন এর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ  মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবাসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত মামলার মূল আসামী মারুফ হাসান পল্লব (৩২),কে উত্তরা ৪নং সেক্টরের হোটেল প্যারাডাইস থেকে গ্রেফতার করা হয় এবং লুন্ঠিত ১৪ ভরি বিভিন্ন স্বর্ণালংকার, বাদীর ১টি পাসপোর্ট এবং ঘটনার কাজে ব্যবহৃত ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

এছাড়াও  অন্যান্য সকল আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়। গ্রেফতারকৃত মোঃ মারুফ হাসান পল্লবকে ২৩ অক্টোবর বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় সোপর্দ করলে উক্ত আসামী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক, মামলার ঘটনার সাথে নিজেকে জড়ানোর দোষ স্বীকার করে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৩অক্টোবর আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)কে গ্রেফতার করাসহ তার হেফাজতে থাকা লুন্ঠিত ১ লক্ষ টাকা উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এছাড়াও উক্ত মামলার সাথে জাড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে

জামিল আহমেদ / জামিল আহমেদ

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা