বগুড়ায় আলুসহ আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক
বগুড়ায় আলুসহ আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। জেলার শিবগঞ্জ, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় সাধারণত বেশি পরিমাণে সবজির চাষ হয়। আর মরিচ চাষের জন্য বিখ্যাত বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলা। বগুড়ার মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে।
মাসখানেক আগে আগাম সবজি চাষ শুরু হলেও বৃষ্টির কারণে বগুড়ায় এখনো আগাম আলু চাষ পুরোদমে শুরু হয়নি। অন্যদিকে, বন্যা আর চলতি মাসে তিন-চার দিনের টানা বৃষ্টিতে সোনাতলা, সারিয়াকান্দি, শাজাহানপুর ও গাবতলীর প্রায় ২০০ হেক্টর জমির মরিচ, আলু, লালশাক ও পালংশাকের চারা নষ্ট হয়ে গেছে।
শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রামে সরেজমিন দেখা যায়, গ্রামের আব্দুল কাফি ও হাফিজার রহমান তাদের দেড় একর জমিতে নতুন করে লালশাক ও পালংশাকের বীজ বপন করছেন। এসব জমিতে মাসখানেক আগে তারা লালশাক ও পালংশাকের বীজ বপন করেছিলেন। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে সেসব ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে গাবতলীর ধনঞ্জয় গ্রামের গাজীরুল ইসলামসহ অন্য চাষিদের লালশাক ও পালংশাকের ক্ষেতের অবস্থাও একই।
তবে আশার কথা হলো, মাচায় চাষ করা পটল, করলা, লাউ, শসা, টমেটো, বরবটি ও বেডে লাগানো পেঁয়াজের ফলন নিয়ে বেশ আশাবাদী চাষিরা। গাবতলীর তরফ-সরতাজ গ্রামের কৃষক মোনতেজার, মহাস্থানের রফিকুলসহ অনেকেই মাচায় বিভিন্ন ধরনের সবজি ও বেডে পেঁয়াজের চাষ করেছেন। এসব ফসল সাম্প্রতিক বৃষ্টিতে আরো সতেজ হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত চলে আগাম আলুর বীজ বপন। তবে বৃষ্টির কারণে এ বছর নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আলু বীজ বপন কার্যক্রম চলবে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান জানান, চলতি মৌসুমে ৪২২ হেক্টর জমিতে ৮ হাজার ৭ মেট্রিক টন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে ১৯৫ হেক্টর জমিতে আড়াই থেকে তিন হাজার মেট্রিক টন আগাম আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বগুড়ায় বছরজুড়ে প্রায় ৫০ ধরনের শাকসবজি ও ফসলের চাষ হয়। এরমধ্যে আলু, বেগুন, মরিচ, টমেটো, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, শসা, টমেটো, গাজর, শলুকপাতা, লালশাক ও পালংশাকসহ অন্তত ২০ ধরনের সবজির আগাম চাষ করা হয়। শীতের আগেই এসব সবজি বাজারে আসায় কৃষক যেমন ভালো দাম পান, তেমনি বাজারে সবজির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়। আবহাওয়া অনুকূলে থাকলে মাসখানেক পরই বাজারে দেখা মিলবে এসব আগাম সবজির। আর বীজ বপনের ৫৫ থেকে ৬০ দিন পর জমি থেকে সংগ্রহ করা যাবে আগাম চাষের নতুন আলু।
এমএসএম / জামান
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত