ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বগুড়ায় আলুসহ আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১২:৩৪

বগুড়ায় আলুসহ আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। জেলার শিবগঞ্জ, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় সাধারণত বেশি পরিমাণে সবজির চাষ হয়। আর মরিচ চাষের জন্য বিখ্যাত বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলা। বগুড়ার মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে।

মাসখানেক আগে আগাম সবজি চাষ শুরু হলেও বৃষ্টির কারণে বগুড়ায় এখনো আগাম আলু চাষ পুরোদমে শুরু হয়নি। অন্যদিকে, বন্যা আর চলতি মাসে তিন-চার দিনের টানা বৃষ্টিতে সোনাতলা, সারিয়াকান্দি, শাজাহানপুর ও গাবতলীর প্রায় ২০০ হেক্টর জমির মরিচ, আলু, লালশাক ও পালংশাকের চারা নষ্ট হয়ে গেছে।

শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রামে সরেজমিন দেখা যায়, গ্রামের আব্দুল কাফি ও হাফিজার রহমান তাদের দেড় একর জমিতে নতুন করে লালশাক ও পালংশাকের বীজ বপন করছেন। এসব জমিতে মাসখানেক আগে তারা লালশাক ও পালংশাকের বীজ বপন করেছিলেন। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে সেসব ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে গাবতলীর ধনঞ্জয় গ্রামের গাজীরুল ইসলামসহ অন্য চাষিদের লালশাক ও পালংশাকের ক্ষেতের অবস্থাও একই।

তবে আশার কথা হলো, মাচায় চাষ করা পটল, করলা, লাউ, শসা, টমেটো, বরবটি ও বেডে লাগানো পেঁয়াজের ফলন নিয়ে বেশ আশাবাদী চাষিরা। গাবতলীর তরফ-সরতাজ গ্রামের কৃষক মোনতেজার, মহাস্থানের রফিকুলসহ অনেকেই মাচায় বিভিন্ন ধরনের সবজি ও বেডে পেঁয়াজের চাষ করেছেন। এসব ফসল সাম্প্রতিক বৃষ্টিতে আরো সতেজ হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত চলে আগাম আলুর বীজ বপন। তবে বৃষ্টির কারণে এ বছর নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আলু বীজ বপন কার্যক্রম চলবে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান জানান, চলতি মৌসুমে ৪২২ হেক্টর জমিতে ৮ হাজার ৭ মেট্রিক টন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে ১৯৫ হেক্টর জমিতে আড়াই থেকে তিন হাজার মেট্রিক টন আগাম আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বগুড়ায় বছরজুড়ে প্রায় ৫০ ধরনের শাকসবজি ও ফসলের চাষ হয়। এরমধ্যে আলু, বেগুন, মরিচ, টমেটো, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, শসা, টমেটো, গাজর, শলুকপাতা, লালশাক ও পালংশাকসহ অন্তত ২০ ধরনের সবজির আগাম চাষ করা হয়। শীতের আগেই এসব সবজি বাজারে আসায় কৃষক যেমন ভালো দাম পান, তেমনি বাজারে সবজির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়। আবহাওয়া অনুকূলে থাকলে মাসখানেক পরই বাজারে দেখা মিলবে এসব আগাম সবজির। আর বীজ বপনের ৫৫ থেকে ৬০ দিন পর জমি থেকে সংগ্রহ করা যাবে আগাম চাষের নতুন আলু।

এমএসএম / জামান

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

‎মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন

অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, পালিয়ে থেকেও রক্ষা হয়নি ফকরুলের