সেবক মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটি লি.
গ্রাহকদের জমাকৃত টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন

যশোরের অভয়নগরে সেবক মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটি লিমিটেডে জমাকৃত টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন গ্রাহকরা। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রাহকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মোশারফ হোসেন (সদস্য নং-০৩০০২০০১৫৬৯)।
এ সময় তিনি বলেন, অভয়নগরে সেবক নামে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দায়িত্বে ছিলেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকতাদের মধ্যে গুয়াখোলা প্রফেসরপাড়া বায়তুল হামদ্ জামে মসজিদের সাবেক ইমাম মো. মুস্তাফিজুর রহমান, পাটকেলঘাটা জামে মসজিদের ইমাম মো. আব্দুর রহমান ও কোটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. আনিছুর রহমানের কাছে অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের শত শত গ্রাহক তাদের কষ্টার্জিত টাকা জমা দেন। জমাকৃত টাকার পরিমাণ প্রায় ৬ কোটি।
তিনি আরো বলেন, পরবর্তীতে গ্রাহকের জমানো টাকা দিয়ে সেবকের নামে অভয়নগর ও যশোর শহরে ভবন, স্থাপনা ও জমি ক্রয় করা হয়। এরমধ্যে অভয়নগরের নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন কাকলি হোটেল নামে একটি ভবন জমিসহ ক্রয় করা হয়। পরে হোটেল কাকলি ভবন ভেঙে একটি ডেভেলপার কোম্পানির মাধ্যমে দ্বিতল ভবন নির্মাণ করা হয়, যার অর্ধেক ডেভেলপার কোম্পানির নামে এবং বাকি অংশ বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি গত ১৫ বছর ধরে দিয়ে আসছেন সেবকের ওই কর্মকর্তরা।
তিনি বলেন, আজকের এই সংবাদ সম্মেলন বন্ধ করতে উল্লিখিত কর্মকর্তারা মোবাইল ফোনে বারবার হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলন করলে জমানো টাকা ফিরিয়ে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়। গ্রাহকরা তাদের জমানো টাকা ফিরে পেতে গত ১৫ বছরের বিভিন্ন সময় অভয়নগর থানায় অভিযোগ করেন। কিন্তু অভিযুক্তরা থানা পুলিশকে ম্যানেজ করে কৌশলে এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে অভয়নগর সেবকের অসহায় গ্রাহকরা তাদের জমানো টাকা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সাংবাদিকদের মাধ্যমে জমানো টাকা ফিরে পাওয়াসহ সেবকের অভিযুক্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ ব্যাপারে অভিযুক্ত সেবক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, তৎকালীন আমি অভয়নগর সেবকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। ২০১৪ সালে সেবকের কার্যক্রম স্থগিত করে সরকার। সংবাদ সম্মেলন বন্ধের জন্য কোনো ধরনের হুমকি দেয়া হয়নি। আমাদের তিনজনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। সেবকের গ্রাহকরা যাতে তাদের জমানো টাকা দ্রুততম সময়ের মধ্যে ফিরে পেতে পারেন, সেজন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশত গ্রাহক উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
