তানোরে আপত্তিকর অবস্থায় আটক ৮০ হাজার টাকায় ছাড়
রাজশাহীর তানোরে কথিত নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক অতঃপর ৮০ হাজার টাকা জরিমানায় রক্ষা পেয়েছেন কাজী বাবু বলে অভিযোগ উঠেছে।এখবর ছড়িয়ে পড়লে কাজী কান্ড টক অব দ্যা তানোরে পরিণত হয়েছে।চলতি বছরের ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে।এদিকে বাবু কাজীর লাইসেন্স বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহল্লাবাসী। স্থানীয়রা জানান,বাবু কাজীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আত্ম সম্মানের কথা বিবেচনা করে কেউ কোনো প্রতিবাদ করেনি। রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের (ইউপি) (নিকাহ্ রেজিষ্ট্রার) কাজী বাবু। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি।গ্রামবাসির কাছে উত্তম-মধ্যম:ও ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার কাজী মার্কেটের স্বত্বাধিকারী প্রয়াত মনিরুদ্দিন কাজীর পুত্র বাবু কাজী, আমশো মহল্লার জনৈক নারীর (কথিত নাতনী) সঙ্গে পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এদিকে গোপণে ওই নারীর বাড়িতে বাবু কাজীর নিয়মিত যাতায়াত সাধারণের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা বাবু কাজীর গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায় গত ২১ অক্টোবর সোমবার আমশো মহল্লায় জনৈক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় বাবু কাজীকে আটক করে গ্রামবাসি।
এসময় তাকে পুলিশির কাছে সোপর্দ করতে চাইলে সে গ্রামবাসির হাত-পা ধরে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে এযাত্রা রক্ষা পায়। এবিষয়ে জানতে চাইলে বাবু কাজী সকালের সময়কে জানান, জনৈক নারী তাকে ছায়া-ব্লাউজ নিয়ে বাড়িতে যেতে বলেছিল, সেই জন্য আমি ছায়া ব্লাউজ নিয়ে তার বাড়িতে যায়। সম্পর্কে সে আমার নাতনী হয়। কিন্তু গ্রামের কিছু লোকজন আমাকে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা নিয়ে ছাড়েন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবিষয়ে সকালের সময়কে জানান, কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ