যানজট নিরসনে আমাদের করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে ড্রাইভার এসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষ্যে “যানজট নিরশনে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মাহবুবুর রহমানের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাহবুব হোসেন সোহেল।
সভাপতি তার বক্তব্যে সকল ড্রাইভারদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় চালকদের প্রয়োজনে এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানারে বা সেক্টর ওয়োইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাই আসুন আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার এসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে এক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যানজট নিরশন করতে হলে দক্ষ চালক প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার অপেশাদার সকল কে সচেতন করে গড়ে তুলতে হবে। পেশাদার চালকদের ৮ ঘন্টা একটানা ডিউটির পর নিরাপদ দূরত্বে বিশ্রামাগার করা প্রয়োজন। সেই সাথে চালকদেরকে সময়ের আওতায় এনে তাদের ন্যায্য মজুরির ব্যবস্থা করতে হবে এবং চালকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন চালক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা বলেন, আমরা চালকরা ভিন্নভাবে বৈষম্যের শিকার ড্রাইভার পেশা একটি আন্তর্জাতিক পেশা এই পেশায় আমরা সারা পৃথিবীতে কাজ করছি অথচ আমাদের এই পেশা কে নিয়ে সরকার কোন কাজ করছে না।বক্তারা আরো বলেন, ড্রাইভিং নামক ঝুঁকিপূর্ণ এ পেশায় আমরা সর্বদা নিয়োজিত থেকে জনসাধারণের চলাচলসহ বিভিন্ন মাধ্যমে অর্থনীতির চাকা কে সমুন্নত রাখছি। ড্রাইভারদের বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয় তাই দুর্ঘটনায় নিহতের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও আহত চালকদের সু-চিকিৎসার ব্যবস্থা করা জন্য সরকারের প্রতি দাবি জানান। আন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে বক্তারা বলেন, বর্তমানে ড্রাইভারের সংখ্যা প্রায়ই ৫০ লাখেরও বেশি। তা দিন দিন আরো বেড়েই চলছে। তাই ড্রাইভারদের মান উন্নয়নে প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার যেকোন সময় ড্রাইভার এসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ ও সদস্যদেরকে যেকোন সেক্টরের প্রয়োজনে কাজে লাগাতে চাইলে আমরা রাষ্ট্রের প্রয়োজনে আমাদের নিজের জীবণকে উৎসর্গ করে দিতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন সাহেব অন্য একটি অনুষ্ঠানে ব্যাস্ত (অবহেলা) থাকায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল বিএনসিসিও প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ (ভারপ্রাপ্ত প্রধান অতিথি) অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার এসোসিয়েশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন। সহকারী পুলিশ কমিশনার (লালবাগ) জনাব আবু সাইদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ । মাদ্রাসা-ই আলিয়া ঢাকার প্রফেসর জনাব মোঃ শফিকুল ইসলাম। চ্যাম্পিয়ন প্রপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মুফতি আসাদুল্লাহ জাকির। স্ক্রিল রাইটার্সের ফাউন্ডার মোহাম্মদ রাশেদুল ইসলাম। দারুস সালাম ইসলামিয়া সোমালিয়ার ভিসি প্রফেসর ডক্টর শেখ আসিফ মিজান।
ইসলামী মটর শ্রমিক বাংলাদেশ-এর সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম। ঢাকা জেলা অটো টেম্পু অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান হাবীব বুলবুল। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব বিপ্লব রশিদ। বাংলাদেশ ইসলামী সমন্বয়ক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার এস এম সরোয়ার। এ্যাপ বেইজ ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি জনাব মোঃ বেলাল আহমেদ। ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ বাদল আহমেদ। বাংলাদেশ প্রাইভেট কার চালক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান। বাঁচাও রাইট পরিষেবা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব শেখ মোঃ মহসিন। ঢাকা জেলা সিএনজি অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত হোসেন বাদল। ড্রাইভিং ও গরিব প্রশিক্ষক বিআরটিএ মোহাম্মদ জামাল হোসেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাফর হোসেন জয়, মাওলানা আবুল হাসান, মো: সাইফুল ইসলাম, শফিক মাদবর, শরীফুল ইসলাম, আশিকুজ্জান জয়, হাফেজ নাজমুল হক সাদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার