ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

লাঠির জোরে কাঁচাধান কেটে নেওয়ার অভিযোগ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৩:৫৬

কুড়িগ্রামের রৌমারীতে জোরপূর্বক জমির কাঁচাধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকের আপন ভাইয়ের বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক বেলাল হোসেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামে।

পুলিশ, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  পৈত্রিক সম্পত্তি নিয়ে বেলাল হোসেন ও তার ভাইদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ চলছিল। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকদফা শালিশি বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। বেলাল হোসেন তার পৈত্রিক সম্পত্তির অংশ ও ক্রয়কৃত জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন।

ঘটনার দিন শনিবার (২ নভেম্বর) সকালের দিকে টাপুরচর গ্রামের আওয়ামীলীগের নেতা আব্দুর রহিম এর নেতৃত্বে একদল ভূমিদস্যু বেলাল হোসেন এর ৭৭ শতক জমির ধান কেটে নিয়ে যায়। এসময় বেলালের স্ত্রী জাহানারা বেগম ধান কাটতে বাধা দিলে ভূমিদস্যুরা তাকে গালিগালাজসহ ভয়ভীতি দেখান। ভয়ে জাহানারা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েফেলেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। এঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিমসহ দশজনের নাম উল্লেখ্য করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আব্দুর রহিম জমির ধান কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, বেলাল চাচার কাছে আমরা জমির কাগজ দেখতে চাই। কাগজ না দেখানোয় দেড় বছর আগে এই জমি দখল করি এবং আমরাই চাষাবাদ করি। কাগজে জমি না পাইলে ছেড়ে দিবো।  

অভিযোগকারি বেলাল হোসেন জানান, আমার ভোগদখলীয় জমি। আমার ছেলে সন্তান না থাকায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম ক্ষমতার জোরে দলবল নিয়ে জমি দখল করে নিয়েছে। শেষে জমির কাঁচাধান কেটে নিয়ে গেছে তারা।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ বলেন, ধানকাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 

T.A.S / T.A.S

কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীকে হত্যা

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর

অপরাধ দমনে কোনাবাড়িতে পুলিশের বিশেষ মহড়া

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার

ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক্তার ও নার্স নিয়োগ হলেও নির্মাণ হয়নি হাসপাতাল

চৌগাছায় কালবের ৯ম

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের