সিলেটের শাহপরান থেকে চোর আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল

সিলেট মেট্টোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে সুরমা গেইট এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় এক যুবক আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল। জানা গেছে, গত সোমবার (৪ নভেম্বর) রাত ১০ ঘটিকার দিকে সুরমা গেইট এলাকা থেকে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্যের সার্বিক দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টর অঞ্জন কুমার দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে আটক করেন। তবে চুরি হওয়া মোটরসাইকেল খানা এখনও উদ্ধার হয়নি। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল চুরি হওয়া মোটরসাইকেল খানা তার হেফাজতে রয়েছে বলে পুলিশকে জানিয়েছে বলে পুলিশের একটি সুত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল (৩০)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত আব্দুস শহীদের পুত্র। বর্তমানে সে নগরীর সোবহানীঘাট লতিফিয়া টাওয়ারে বসবাসরত ডাঃ ফাতেহা আক্তার রিয়ার স্বামী বলে পুলিশের একটি সুত্র জানায়। পুলিশ ও বাদী সুত্রে জানা গেছে- একই থানাধীন মলাইটিলা এলাকার মৃত রিয়াজ উদ্দিন বুলুর পুত্র মোঃ বায়েজিদ আরমান রিফাত (২৫) এর বসতঘর হইতে তার ব্যবহৃত ৩ লাখ টাকা দামের নীল রংয়ের মোটরসাইকেল যাহার মডেল- FZSV3.0 Dark Matt Blue MGF MDPBM1, ইঞ্জিন নং- G3L5E0290079 , চেসিস নং- PS2RG64200A052497 গাড়িখানা অজ্ঞাতনামা চোরদের সহযোগিতায় আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল বিগত ২০/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকা হইতে বিগত ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৪ ঘটিকার মধ্যে যে কোন সময় চোরি করে নিয়ে যায়।পরবর্তীতে আশপাশের বিভিন্ন লোক মারফতে চুরির ঘটনাসহ এ ঘটনায় জড়িতদের বিষয়ে অবগত হন ও তাদের হেফাজত থেকে মোটরসাইকেল খানা উদ্ধার করতে ব্যর্থ হন এবং তার মোটরসাইকেল খানা ফিরে পেতে নিরুপায় হয়ে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে প্রধান আসামি করে শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেন মোটরসাইকেল এর মালিক মোঃ বায়েজিদ আরমান রিফাত। যাহার শাহপরান থানার জি/আর মামলা ন-১৯, তাং- ১৭/১০/২০২৪ ইং। সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ভিত্তিতে এক চোরকে আমরা আটক করেছি আর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। আমি আশাবাদি খুব তাড়াতাড়ি আপনাদেরকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধাদের সংবাদ দিতে পারব। আসামিকে আদালত মারফতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
