ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শহরজুড়ে ময়লা-আবর্জনার ছড়াছড়ি, অলস সময় পার করছে পরিচ্ছন্নতা কর্মীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৪৪

যশোরের অভয়নগরে রয়েছে নওয়াপাড়া পৌরসভা। প্রথম শ্রেণির এ পৌরসভার নেই কোনো নিজেস্ব ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। পৌরসভার জন্মলগ্ন থেকে সরকারি পরিত্যক্ত জমিতে ফেলা হচ্ছিল শহরের সব ময়লা-আবর্জনা। সম্প্রতি সেইসব জমিতে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড লাগিয়েছে। ফলে গত দুই দিনের ময়লা-আবর্জনা শহরজুড়ে ছড়িয়ে পড়েছে। জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।

অপরদিকে ময়লা-আবর্জনা সংগ্রহের কাজে থাকা পরিচ্ছন্নতা কর্মীরা পড়েছেন বিপাকে। কাজ না থাকায় অলস সময় পার করছেন তারা। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে চেষ্টা করা হচ্ছে। সরকারি খাস জমি পাওয়ামাত্র ময়লা-আবর্জনা অপসারণ করা হবে।

সরেজমিনে সোমবার (৪ নভেম্বর) পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড়-ছোট বাজারসহ আবাসিক এলাকার ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িছে ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। নওয়াপাড়া বাজারের ফিরোজ মার্কেটের মালিক আশরাফ হোসেন প্রিন্স বলেন, দোকানিরা প্রতিদিন তাদের দোকানঘর পরিষ্কার করে মার্কেটের সামনে আবর্জনা রেখে দেয়। ভোর বেলা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সেই আবর্জনা গাড়িতে করে নিয়ে যায়। দুইদন ধরে তারা আসছে না। মার্কেটের সামনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান জরুরী হয়ে পড়েছে।

নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নিজেস্ব জমি না থাকায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় সরকারি পরিত্যক্ত শিল্প হাসপাতালের ভেতরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। কিন্তু দুই দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে কারণে পৌরবাসী সাময়িক সমস্যার মধ্যে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজঘাট শিল্প হাসপাতালের জমিসহ ভবন লিজ নিয়েছিল। তাদের লিজের মেয়াদ শেষ হওয়ার পরও তারা ময়লা-আবর্জনা ফেলে আসছে। দীর্ঘদিন তারা শহরের সব ময়লা-আবর্জনা হাসপাতাল চত্বরের ভেতরে ও বাইরে স্তুপ করে রেখেছে। একদিকে পরিবশের যেমন ক্ষতি হচ্ছে অন্য দিকে অস্বাস্থ্যকর দুর্গন্ধের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ নিজেস্ব জমিতে ড্যাম্পিং স্টেশন করে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করেনি কেন? এতদিন তারা কি করেছে।

তিনি আরো বলেন, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর রোগী আসে। রোগীদের সেবাদান বৃদ্ধির লক্ষ্যে রাজঘাটের শিল্প হাসপাতাল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন