ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

থানায় অভিযোগ ৭দিনেও মামলা রুজু হয়নি, ন্যায় বিচারের প্রত্যাশায় আহত পরিবার।


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৪৩

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব  মোল্লারটেক এলাকায়  সম্প্রতি শিশির আহমেদের উপর হামলার ঘটনায়  ঘটে যাওয়া  থানায়  অভিযোগ হওয়া শর্তেও  ৬দিন পড়েও মামলা রুজু হয়নি, ন্যায় বিচারের প্রত্যাশায় আহত পরিবার । গত ৩ নভেম্বর রবিবার  . মিজানুর রহমান শিবলু, . রমিজ,  মিলনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে বিবাদী করে  শিশির আহমদের ভাই আবির আহমেদ রাব্বি বাদি হয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনো মামলার  রুজু  প্রক্রিয়াধীন আছে বলে সুত্রে জানা যায়। 

অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে ৫ই আগস্ট আ'লীগ সরকারের পতন ঘটার সাথে সাথে বিবাদী মিজানুর রহমান শিবলু, রমিজ ও তার দল-বল দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় বিএনপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ক্ষমতার দাপট দেখানোর  চেষ্টা করে যাচ্ছে।  সদ্য পতন হওয়া আ'লীগ সরকারের শাসন আমলে গুম হওয়া মুন্না এর আপন ভাই মিজানুর রহমান শিবলু ও রমিজ । 
 
একাধিক সুত্রে জানা যায়, রমিজ এর সাথে বাদী পক্ষের পূর্ব শত্রুতার জের  ছিল। দক্ষিণ খান মোল্লার টেক এলাকার  নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নেতা বলে ওরা খারাপ লোক ওদের সাথে তো আমরা পেরে উঠবো না, কারণ ভাই গুম হওয়া্য দলীয় সাপোর্ট পায় তারা। আর এক এলাকাবাসী বলে, তারা অনেক জায়গাতে ঝামেলা করছে। গুম হওয়া পরিবার বলে দলীয় সাপোর্ট থাকায় তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই না। ভয় পাই কোন জায়গা থেকে কখন কিভাবে আঘাত করবে হামলা করবে  এ নিয়ে সবাই আতঙ্কে থাকে।  সাধারণ মানুষের বিচারের ভার সর্বোচ্চ আল্লাহর কাছে কাছে দিতে পারে আর  রাজনৈতিক ব্যক্তির ব্যপারটা আলাদা তাদের উপরের লেবেলে হাত আছে । 

বর্তমানে যে বিষয়ে ঝামেলা হয়েছে, জানা মতে তাদের পরিবারের সাথে পূর্বের কিছু জের ছিল বাদীর মামার সাথে টাকা পয়সা নিয়ে। এবিষয়ে ভুক্তভোগীর বড় ভাই বলেন,  অভিযোগ করার পরেও পুলিশ কোন আইনি পদক্ষেপ নিচ্ছে না এবং তারা উল্টো আমাদের মিমাংসা করার জন্য বিভিন্ন জায়গায় থেকে প্রেসার ক্রিয়েট করতেছে ও বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে।  

মুঠোফোনে এবিষয়ে জানতে চাইলে রমিজ প্রতিবেদকে বলেন, আমার ভাই গুম হওয়ার জন্য এলাকায় আমার একটা গুড উইল আছে, বিএনপির ভাইস চেয়ারম্যান,   মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় হাই কমান্ড থেকে সবাই বিষয় টা দেখছে। আমার ভাই শিবলু আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে চাকরি করছে উনি তো সেখানে ছিলেনই না। এটা একটা ইমেজেরও ব্যপার আছে। তারা একটা ইস্যু তৈরি করছে, শিশির ছাত্রলীগ করতো। তার এভিডেন্স আছে আমার কাছে আসলে এই বিষয়টা নিয়েও আমি কিছু  বলিনাই   তারা একটু কিটিসাইজ করেছিল তাই। আসলে সে যে আবিরের ভাই আমি তা জানতাম না যাকে মেরেছি।  ওরা কিছু করতাছেনা, তারা বলছে বিএনপির কিছু লোকজন এসব করাচ্ছে তাদের দিয়ে। আর এর আগে এলাকা কেন্দ্রীক বিএনপি আওয়ামী লীগের জেরে আমাদের বাসায় হামলা করেছিল ছাত্র লীগ, যুবলীগের  মোহন নামের নেতাকে নিয়ে। 

উত্তরার  এক বিএনপির বলিষ্ঠ রাজনৈতিক নেতা বলেন, আমি কিছুই জানিনা, ঐ পরিবারে রাজনীতি করতো মুন্না যে গুম হয়েছিল। সে হিসেবে তাদের পরিবারের প্রতি একটা সিমপ্যাথি ও রেস্পেক্ট আছে।  কিন্তু তাদের পরিবারের কেউ রাজনীতি করে না সে হিসেবে তার সাথে আমার যোগাযোগ নেই। এবিষয়ে  জানতে প্রতিবেদক দক্ষিণখান থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে কল করলে তিনি কলটি কেটে দেন।একজন সংবাদকর্মী হয়েও ফিরতি কলের আশা করেও দীর্ঘসময় অতিবাহিত হলেও ওসির সাড়া মিলেনি।   একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে এহেন আচরণ আদৌও কাম্য নয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে কিন্তু মামলার রজু এখনো হয়নি  বলে জানা যায় থানা সূত্রে। 

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা