ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কৃষি গবেষণা ফাউন্ডেশন সময় উপযোগী গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে কৃষিতে এক অসাধারণ ভূমিকা রেখে চলছে


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৫৪

কেজিএফ এর যাত্রা ২০০৮ খ্রি: হতে অদ্যাবধি ২৩৪টি প্রকল্পে অর্থায়ন করা হয়। বর্তমানে ১০০টির বেশি প্রকল্প চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্প থেকে এই পর্যন্ত ফসলের ৬৫ টি, প্রাণিসম্পদের ২৭টি, মৎস্য সম্পদের ৮ (আট)টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিকেজিইটি-কেজিএফ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। 
কৃষি গবেষণা ফাউন্ডেশন একটি অ-লাভজনক গবেষণা প্রতিষ্ঠান। যা কোম্পানী আইন ১৯৯৪ এর অধীনে পরিচালিত হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশন ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি সাধারণ পরিষদ (জেনারেল বডি) এবং সাত সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ (বোর্ড অব ডাইরেক্টর'স) দ্বারা পরিচালিত হয়। পরিচালনা পরিষদ কেজিএফ-এর সকল কাজের অনুমোদন, তদারকি ও কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে থাকে। সে আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কেজিএফ মূলত: দেশের সার্বিক কৃষি তথা শস্য, মৎস্য, প্রাণী সম্পদ, আর্থ সামাজিক ও নীতি-নির্ধারণী বিষয়ে গবেষণা ও উন্নয়নের জন্য অর্থায়ন করে থাকে, যা সরাসরি কৃষক, খামারী ও দেশের নীতি-নির্ধারনীতে কাজে লাগে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মহোদয়। 
প্রতিষ্ঠানটি প্রত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষণা-প্রস্তাবনা আহ্বান করে থাকে। প্রকল্প সমূহ কেজিএফ এ কর্মরত বিশেষজ্ঞ বিজ্ঞানীবৃন্দ প্রথমত: যাচাই বাছাই করে তৎপর কেজিএফ এর পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত ১৫ সদস্য বিশিষ্ট একটি কারিগরি বিশেষজ্ঞ কমিটি কর্তৃক মূল্যায়ন করে উপযুক্ত বাছাইসহ প্রকল্পসমূহ পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে অর্থায়ন করা হয়। উক্ত প্রকল্পগুলোর অর্থায়ন হয় বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) ফান্ডের অর্থ হতে। প্রকল্পসমূহ পরিচালনায় কোন ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। প্রতিটি প্রকল্প একাধিক বিশেষজ্ঞ বিজ্ঞানি এবং শিক্ষাবিদ (রিভিউয়ার) দ্বারা প্রকল্পের গুরুত্ব গুণাগুণ ও জাতীয় অগ্রাধিকার বিচার বিশ্লেষণ করে নির্বাচন করা হয়।
বিজ্ঞানী নিয়োগ প্রক্রিয়া সর্ম্পকে জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য কেজিএফ এ দেশের সবোর্চ্চ অভিজ্ঞ, দক্ষ, মেধাবী ও সৎ কৃষি বিজ্ঞানী, যারা ইতোমধ্যে স্ব-স্ব ক্ষেত্রে গবেষণায় অনবদ্য অবদান রেখেছেন তাদেরকে নিয়োগ করা হয়। এ নিয়োগ প্রক্রিয়াটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমিটির সুপারিশ এবং পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে করা হয়ে থাকে। তাই কাউকে পূনর্বাসন নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের উপযুক্ততা এবং মেধাকে কৃষি গবেষণা ও উন্নয়নে বর্বোচ্চ কাজে লাগনোর জন্য নিয়োগ প্রদান করা হয়। 
কেজিএফ এর প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে বলতে গিয়ে নির্বাহী পরিচালক, কেজিএফ বলেন, স্বল্প-মধ্যম মেয়াদি প্রকল্পসমূহের আওতায় কেজিএফ মোট ১৫০ টি প্রকল্প বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের  মাধ্যমে সমাপ্ত করেছে এবং প্রকল্পগুলো থেকে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর এর মাধ্যমে মাঠ পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। বর্তমানে আরও একশত এর উপরে গবেষণা প্রকল্প অঞ্চল ভিত্তিক মাঠ পর্যায়ে চলমান রয়েছে।  মধ্যম-দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় ৫টি প্রকল্প পরিচালিত হয়েছে যার মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ২টির কার্যক্রম চলমান আছে। তাছাড়াও কেজিএফ স্বল্প-মধ্যম মেয়াদি Capacity Enhancement Program এর অধীনে ৬টি প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে, যার মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ৩টির কার্যক্রম চলমান আছে । এছাড়াও কেজিএফ International Collaborative Program এর আওতায় ৬টি প্রকল্প নিয়ে কাজ করছে যেখানে দেশি- বিদেশি যৌথ অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, তন্মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ৩টির কার্যক্রম চলমান আছে। এ সমাপ্ত Collaborative প্রকল্পের সাথে যুক্ত আছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যেমন- IRRI, CIMMYT, ACIAR, CSIRO ইত্যাদি এবং বিদেশী সনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন-Murdoch Univrsity, Kurtain University, University of Western Australia, Saskatchewan University, Canada। এরফলে বাংলাদেশী বিজ্ঞানীদের আন্তর্জাতিক পরিসরে গবেষণা করার সুযোগ ঘটে। কেজিএফ প্রোগ্রামের আওতায় নতুন ভাবে সংযোজিত হয়েছে কেজিএফ এর পাইলট এবং বানিজ্যিকীকরণ প্রকল্প যা চলমান আছে। কৃষির সমসাময়িক বিষয়ের উপর স্বল্প বাজেটে স্বল্প মেয়াদি ২২ প্রকল্পের জন্য কেজিএফ হতে থোক বরাদ্দের কেজিএফ-বিকেজিইটি এর অর্থায়নে বাস্তবায়নাধীন আছে যার মধ্যে ২১ টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ১ টির কার্যক্রম চলমান রয়েছে।
     
কেজিএফ এর অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে নির্বাহী পরিচালক মহোদয় বলেন, গবেষণা কর্মকাণ্ডের পাশাপাশি কেজিএফ ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে কাজ করে কৃষি গবেষণালব্ধ শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমের সফলতা সর্বস্তরের জনগণকে অবহিত করে। প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা, গবেষণা পর্যালোচনা বৈজ্ঞানিক জার্নাল, প্রকাশ করে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের আওতায় জাতীয় বিভিন্ন নীতি-নির্ধারণী প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে কেজিএফ সহায়তা প্রদান করে থাকে। বিভিন্ন সমাপ্ত প্রকল্পেগুলোর উপর Technical Bulletin ও প্রযুক্তি বার্তা প্রকাশ করে থাকে।

কেজিএফ এর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গিয়ে তিনি বলেন, ডেল্টা প্ল্যানে উল্লেখিত ৬টি হটস্পটে গবেষণা কার্যক্রম জোরদারকরণ করা হবে। তাছাড়া লাগসই প্রযুক্তিসমূহ সম্প্রসারণের লক্ষ্যে গবেষণা-সম্প্রসারণ এজেন্সি-কৃষকের মধ্যে যোগসুত্র জোরদার করা এবং প্রত্যন্ত এলাকার বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে মেধাবী গবেষকদের প্রকল্পে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা