ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

এয়ারপোর্ট ৩০৮০ পিস ইয়াবাসহ আটক ১


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-১১-২০২৪ রাত ৯:৪৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্যানোপি-১ থেকে  ৩,০৮০ পিস ইয়াবা’সহ ০১ জন বিমানযাত্রীকে  আটক করেছে  এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর  একটি বিশেষ টিম। 
সোমবারে  (১১ই নভেম্বর)  এপিবিএন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন। 
বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ০৮/১১/২০২৪ ইং তারিখে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এর সামনে নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে ০১ জন যাত্রী নিজ দেহে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  অভ্যন্তরীণ টার্মিনালের নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে থেকে  অভিযুক্ত মোঃ জুয়েল মিয়া (৩৩) কে এপিবিএন ফোর্স  এয়ারপোর্ট এপিবিএনের অফিসে নিয়ে আসেন।  প্রাথমিক  জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর এক পর্যায়ে অভিযুক্ত জানান যে, তার পেটে ইয়াবা ট্যাবলেট বহন করছে। বাংলাদেশ এয়ারলাইন্সের  ফ্লাইট নং-ইএ ৪৪০ যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে বিমানযাত্রার আগে অভিযুক্ত ব্যক্তি মোঃ জুয়েল মিয়া (৩৩) ইয়াবাগুলো কয়েকভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সাথে সেবন করে।  অভিযুক্তকে হলি ল্যাব ডায়গনস্টিক কমপ্লেক্স এ এক্সরে করালে তার পেটের ভিতরে অস্বাভাবিক ডিম্বাকৃতি বেশকিছু বস্তুর অস্তিত্ত¡ দেখা যায়। অতঃপর ডাক্তারের পরামর্শক্রমে প্রাকৃতিক কার্যের মাধ্যমে অভিযুক্তের নিজ হাতে উপস্থাপন মতে ৭১ (একাত্তর) টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোটলা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ৭১ (একাত্তর) টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো পোটলা খুলে গণনা করে ৩০৮০ (তিন হাজার আশি) পিস  ইয়াবা ট্যাবলেট (যার ওজন ৩০৮ গ্রাম) পাওয়া যায়।  ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(খ)  ধারার অপরাধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে অবৈধ ভাবে  মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।  পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বভাবিক ও ভারী বস্তু বহনের কারণে চিকিৎসকের পরামর্শক্রমে অভিযুক্তকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি মেডিসিন ইউনিট-১ পুরুষ ওয়ার্ড, বেড নং-বি-৬৪-তে কুর্মিটোলা ঢাকা ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি)  মোহাম্মাদ সিহাব কায়সার খান, বিপিএম, পিপিএম জানান- ‘‘এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সৃষ্টির সূচনালগ্ন থেকেই এয়ারপোর্ট এলাকায় সামগ্রিক নিরাপত্তার পাশাপাশি মানব পাচার, মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে কাজ করে আসছে। অজ্ঞাত কারণে গত ০৫ আগস্টের পর  বিমানবন্দরের ভিতরের কাজ করতে বাধার সম্মুখীন হওয়ায় আগের মতো অপরাধ নিরসন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা নানা সীমাবদ্ধতার মাঝেও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে চেষ্টা করছি।"

তিনি আরো বলেন - "সুযোগ সন্ধানী অপরাধীরা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটনে এয়ারপোর্ট ব্যবহার করার অপচেষ্টা পূর্ব থেকেই করে আসছে। এই অপরাধ নিরসনকল্পে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিশেষভাবে প্রশিক্ষিত জনবল দ্বারা গঠিত। অপরাধ দমনের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন