ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

এয়ারপোর্ট ৩০৮০ পিস ইয়াবাসহ আটক ১


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-১১-২০২৪ রাত ৯:৪৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্যানোপি-১ থেকে  ৩,০৮০ পিস ইয়াবা’সহ ০১ জন বিমানযাত্রীকে  আটক করেছে  এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর  একটি বিশেষ টিম। 
সোমবারে  (১১ই নভেম্বর)  এপিবিএন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন। 
বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ০৮/১১/২০২৪ ইং তারিখে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এর সামনে নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে ০১ জন যাত্রী নিজ দেহে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  অভ্যন্তরীণ টার্মিনালের নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে থেকে  অভিযুক্ত মোঃ জুয়েল মিয়া (৩৩) কে এপিবিএন ফোর্স  এয়ারপোর্ট এপিবিএনের অফিসে নিয়ে আসেন।  প্রাথমিক  জিজ্ঞাসাবাদ ও তল্লাশীর এক পর্যায়ে অভিযুক্ত জানান যে, তার পেটে ইয়াবা ট্যাবলেট বহন করছে। বাংলাদেশ এয়ারলাইন্সের  ফ্লাইট নং-ইএ ৪৪০ যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে বিমানযাত্রার আগে অভিযুক্ত ব্যক্তি মোঃ জুয়েল মিয়া (৩৩) ইয়াবাগুলো কয়েকভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সাথে সেবন করে।  অভিযুক্তকে হলি ল্যাব ডায়গনস্টিক কমপ্লেক্স এ এক্সরে করালে তার পেটের ভিতরে অস্বাভাবিক ডিম্বাকৃতি বেশকিছু বস্তুর অস্তিত্ত¡ দেখা যায়। অতঃপর ডাক্তারের পরামর্শক্রমে প্রাকৃতিক কার্যের মাধ্যমে অভিযুক্তের নিজ হাতে উপস্থাপন মতে ৭১ (একাত্তর) টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোটলা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ৭১ (একাত্তর) টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো পোটলা খুলে গণনা করে ৩০৮০ (তিন হাজার আশি) পিস  ইয়াবা ট্যাবলেট (যার ওজন ৩০৮ গ্রাম) পাওয়া যায়।  ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(খ)  ধারার অপরাধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে অবৈধ ভাবে  মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।  পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বভাবিক ও ভারী বস্তু বহনের কারণে চিকিৎসকের পরামর্শক্রমে অভিযুক্তকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি মেডিসিন ইউনিট-১ পুরুষ ওয়ার্ড, বেড নং-বি-৬৪-তে কুর্মিটোলা ঢাকা ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি)  মোহাম্মাদ সিহাব কায়সার খান, বিপিএম, পিপিএম জানান- ‘‘এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সৃষ্টির সূচনালগ্ন থেকেই এয়ারপোর্ট এলাকায় সামগ্রিক নিরাপত্তার পাশাপাশি মানব পাচার, মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে কাজ করে আসছে। অজ্ঞাত কারণে গত ০৫ আগস্টের পর  বিমানবন্দরের ভিতরের কাজ করতে বাধার সম্মুখীন হওয়ায় আগের মতো অপরাধ নিরসন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা নানা সীমাবদ্ধতার মাঝেও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে চেষ্টা করছি।"

তিনি আরো বলেন - "সুযোগ সন্ধানী অপরাধীরা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটনে এয়ারপোর্ট ব্যবহার করার অপচেষ্টা পূর্ব থেকেই করে আসছে। এই অপরাধ নিরসনকল্পে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিশেষভাবে প্রশিক্ষিত জনবল দ্বারা গঠিত। অপরাধ দমনের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা