ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত : শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১:০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১১ নভেম্বর ২৪ইং সোমবার,সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সোমালিয়ার মোগাদিসুর দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আজ তোমাদের ঘিরে পরিবারের এবং দেশের অনেক স্বপ্ন রয়েছে। সফলতার মানে শুধু ভালো ফল নয়; সঠিক জীবনযাপন ও ইতিবাচক মনোভাবই সফলতার প্রকৃত মানদণ্ড।" তিনি নবীনদের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং সেশনজট নিরসনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "সনদ অর্জনই মূল লক্ষ্য নয়; প্রকৃত মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মানদণ্ড, সততা, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সানজিদা হক মিশু ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. ময়নুল ইসলাম সঞ্চালনা করেন। এই নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা।

T.A.S / T.A.S

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন