বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত : শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১১ নভেম্বর ২৪ইং সোমবার,সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সোমালিয়ার মোগাদিসুর দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আজ তোমাদের ঘিরে পরিবারের এবং দেশের অনেক স্বপ্ন রয়েছে। সফলতার মানে শুধু ভালো ফল নয়; সঠিক জীবনযাপন ও ইতিবাচক মনোভাবই সফলতার প্রকৃত মানদণ্ড।" তিনি নবীনদের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং সেশনজট নিরসনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "সনদ অর্জনই মূল লক্ষ্য নয়; প্রকৃত মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মানদণ্ড, সততা, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সানজিদা হক মিশু ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. ময়নুল ইসলাম সঞ্চালনা করেন। এই নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা।
T.A.S / T.A.S
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল