প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রক্টর বডি বাতিল করে নতুন প্রক্টর বডিকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে পুরাতন প্রক্টর বডির পক্ষ এবং নতুন প্রক্টর বডির পক্ষ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় দ্বিমুখী সংঘর্ঘে জড়ান। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আনুমানিক রাত ৮;৩০ টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, আজ রাত সাড়ে ৭টার দিকে সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের পক্ষে একদল শিক্ষার্থীরা প্রক্টর বাতিলের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজীবের পক্ষে আরেকদল শিক্ষার্থীরা নিয়োগকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসলে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। যা একপর্যায়ে কয়েক দফায় দ্বিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের শান্ত করার জন্য উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান ও নবনিযুক্ত প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ঘটনা স্থলে উপস্থিত হন। উপ-উপাচার্য অধ্যাপক ড.সোহেল হাসান বলেন, দেশে একটি পরিবর্তন অবস্থা বিরাজ করছে। তাই তোমাদের উচিত পরিবর্তন কে মেনে নেওয়া। আমাদেরকে তোমরা সহযোগিতা করো। তোমাদের পরিবর্তন কে সম্মান করা উচিত। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে আমার বিন্দু মাত্র কোনো লাভ নেই। আমরা শুধু একজনকে এক স্থান থেকে সরিয়ে আরেক জনকে দিয়েছি কাজের জন্য। তোমরা দেখো তিনি কেমন কাজ করেন। আমরা এখানে কোনো দলবাজি, কোনো দলের হয়ে স্ট্যান্ড বাজি করতে আসেনি। আমরা সব কিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। তোমরা তাকে দেখো তিনি কেমন কাজ করেন।যদি ভালো না হয় পরে পরিবর্তন করা হবে।
উল্লেখ্য, আজ সন্ধ্যা ৫ টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.মোরাদ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজিব স্যারকে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল