বারহাট্টার অধিকাংশ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে, নাগরিক সেবা ব্যাহত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে হামলা ও মামলার ভয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আত্মগোপনে রয়েছেন। ফলে বাধাগ্রস্ত হচ্ছে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলার অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থক হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন, এলাকাবাসী। দু-একজন চেয়ারম্যান এলাকায় থাকলেও তারা সতর্কভাবে চলাফেরা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বারহাট্টা উপজেলায় মোট সাতটি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরাসরি নৌকা প্রতীক ও তিনজন চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে অন্যান্য প্রতীক নিয়ে নির্বাচিত হলেও সকলেই আওয়ামী লীগ সমর্থিত এবং তাদের দলীয় পদ-পদবীও রয়েছে। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক ছাড়া বাকিরা আত্মগোপনে রয়েছেন।
এ ছাড়াও উপজেলার সাত ইউনিয়নের অনেক ইউপি সদস্যও আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ সদস্যের মোবাইলফোনও বন্ধ রয়েছে। ফলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
রায়পুর ইউনিয়নের শাসনউড়া গ্রামের বাসিন্দা সৈকত মিয়া জানান, ছেলের জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান তিনি। অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পর এখন চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু চেয়ারম্যান কার্যালয়ে না থাকায় স্বাক্ষর নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
একই অবস্থা আসমা, চিরাম, সিংধা, সাহতা ইউনিয়নের বাসিন্দাদের। জনদুর্ভোগ নিরসনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত কার্যালয়ে ফেরা বা তাদের দ্বায়িত্ব দ্রুত বণ্টনের দাবিও জানান ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য যে, উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজ পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি কার্যক্রম পরিচালনা করছেন প্যানেল চেয়ারম্যান। অপরদিকে বাউসী ইউপি চেয়ারম্যান এলাকায় অবস্থান করায় পরিষদের সকল কার্যক্রম স্বাভাবিক চলছে।
বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক আজাদ জানান, নির্বাচিত জনপ্রতিনিধিরা পরিষদে না থাকায় ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া বিভিন্ন সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিন সেবা নিতে আসা সাধারণ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, বর্তমান পরিস্থিতিতে নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিততে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুসারে কার্যক্রম পরিচালিত হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল