ভূঞাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
'স্বেচ্ছায় করবো রক্তদান, বাঁচবে কোটি প্রাণ।' রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন। আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।
এরই ধারাবাহিকতায় "নিউ লাইফ ব্লাড ব্যাংক" উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে । এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্ড প্রদান করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি মামুন সরকার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কোরবান আলী তালুকদার, অর্থ সম্পাদক আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম, মনিরুজ্জামান সিয়াম, শেখ রাকিবুল হক রাব্বি, সদস্য আতিকুল ইসলাম রাতুল প্রমুখ।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
এ ব্যাপারে নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি মামুন সরকার বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে নিউ লাইফ ব্লাড ব্যাংক এ ক্যাম্পেইনের আয়োজন করে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’ আমাদের সংগঠনটি স্বেচ্ছায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত
রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা সম্পন্ন
কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন
বোদায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
রাজস্থলীতে ২১লক্ষ টাকা বিদেশি সিগারেট অবধৈ পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪
কালিয়ায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ
রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
লোহাগড়ায় কিশোরের লাশের পাশে ‘চার কাঁধি সুপারি’: রহস্যে ঘেরা মৃত্যু তদন্তে পুলিশ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন
ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান