আর্মি গলফ ক্লাবে সম্মিলিত পরিষদের মেজবানি অনুষ্ঠিত
আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে আলোচনা ও ঝাঁকজমক পূর্ণ মেজবানি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, চৈতী গ্রুপের চেয়ারম্যান, সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম গতকাল শনিবার গার্মেন্টস ফেক্টরীর মালিকদের উদ্দেশ্যে এ আয়োজন করেন।
প্রথমে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। মেজবানি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম। অত্যন্ত সাবলীল ভাবে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদ।
এ সময় বক্তারা বলেন, তৈরী পোশাক শিল্পের অর্জন ও অগ্রযাত্রার আগামীর সম্ভাবনা এবং সংকটে, অর্জনে দূর্জয় সম্মিলিত পরিষদ। এ পরিষদ ১৯৯৩ সালে সৃষ্টি হয়। অর্জনে আপোষহীন সংকটে যোদ্ধা! এ পরিষদ গতকাল শনিবার বাংলাদেশ গোলফ গার্ডেন,আর্মি গলফ ক্লাবে মেজবানির আয়োজন করেন।
মেজবানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিসিবির সভাপতি ফারুক হোসেন ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক বিজিএমই সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক বিজিএমইএ সভাপতি মেঃ মোস্তফা গোলাম কুদ্দুস,সাবেক বিজিএমই সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, সাবেক বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক, সাবেক বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল,বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদ চট্টগ্রাম এর সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন জাব সোয়েটার এর চেয়ারম্যান জয়নাল আবেদীন ফারুক। এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সহস্রাধীক মালিক উপস্থিত ছিলেন।
এ সময়, সাবেক বিজিএমইএ এর কয়েকজন নেতৃবৃন্দ বলেন, পোশাক শিল্পে সবুজ বিপ্লব ঘটাতে পরিশ্রমি যোগ্য নেতার প্রয়োজন। সম্মিলিত পরিষদ একটা পরিবার, আমরা সবাই এক ও অভিন্ন। এ যাবতকালের গার্মেন্টস শিল্পে যত অর্জন সবই সম্মিলিত পরিষদ থেকে এসেছে।
এ সময় তারা বলেন, শীতকালে আমাদের দেশে কিছু বট কোয়াল দেখা যায়। ঠিক সে রকম নির্বাচন আসলে কিছু বট কোয়াল বের হয়ে আসে। তাদের কাছ থেকে সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় বিজিএমইএ এর সাবেক নেতারা বলেন, সংকট মোকাবেলায় আমাদেরকে একত্রিত হয়ে মিলে মিশে কাজ করতে হবে। তাদের মধ্যে অনেকেই আগামীর নেতা হিসেবে চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালামকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।
গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার সময় পোশাক শিল্প প্রতিষ্ঠান বিজিএমইএ'র আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত মেজবান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পরিষদের সভাপতি, বিজিএমইএ এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে বাসমতি চাউলের সাদা ভাত,গরুর কালা ভুনা,গরুর রেজালা,বুটের ডাল দিয়ে খাশির গোস্ত, মাশডাল ও দই দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
T.A.S / T.A.S
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা