বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি জেলা পরিষদে অর্ন্তভুক্ত করার দাবি
বড়ুয়ারা বাঙালি নয়, বাংলাদেশী ও পিছিয়ে পড়া বৌদ্ধ ক্ষুদ্র জনগোষ্ঠী। অন্তবর্তী সরকারের পুনগর্ঠিত তিন পার্বত্য জেলা পরিষদের কোনো বড়ুয়া জনগোষ্ঠীর নাম নেয়। বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি নাম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অর্ন্তভুক্ত করার দাবিতে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও রাঙামাটি বড়ুয়া কল্যাণ সংস্থার নেতারা। জেলা পরিষদ পুর্নগঠনে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো সদস্যের নাম না থাকায় এ অন্তবর্তী সরকার বৈষম্য করেছে। পরিষদ সংস্কার করে বড়ুয়াদের থেকে একজন প্রতিনিধি রাখতে হবে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় একটি রেস্টোরাতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। লিখিত বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনগণের অপরিচিত এবং ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী। এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে। যা বর্তমান অন্তবর্তী সরকারের সুনাম দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন বীরমুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র পক্ষে আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব ধীমান বড়ুয়া ও মিল্টন বড়ুয়াসহ অন্যান্য নেতারা। জেলা পরিষদ গঠনের এবার কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বরকল থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই নানা মহলে চলছে সমালোচনা। এই পরিষদে হত্যা মামলার আসামিকেও সদস্য হিসেবে রাখার গুঞ্জন উঠেছে। নবগঠিত এই পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দিয়ে সংস্কারের দাবি জানিয়ে এরই মধ্যে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, চার উপজেলা সুশীল সমাজের নেতারা প্রতিবাদ করছে আসছে।
সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবের জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেওয়া হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তবর্তীকালীন চেয়ারম্যানসহ ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা পরিষদ গঠিত হয়।
T.A.S / T.A.S
দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান
শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান
শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান
শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা
পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত