ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি জেলা পরিষদে অর্ন্তভুক্ত করার দাবি


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:১২

বড়ুয়ারা বাঙালি নয়, বাংলাদেশী ও পিছিয়ে পড়া বৌদ্ধ ক্ষুদ্র জনগোষ্ঠী। অন্তবর্তী সরকারের পুনগর্ঠিত তিন পার্বত্য জেলা পরিষদের কোনো বড়ুয়া জনগোষ্ঠীর নাম নেয়। বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি নাম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অর্ন্তভুক্ত করার দাবিতে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও রাঙামাটি বড়ুয়া কল্যাণ সংস্থার নেতারা। জেলা পরিষদ পুর্নগঠনে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো সদস্যের নাম না থাকায় এ অন্তবর্তী সরকার বৈষম্য করেছে। পরিষদ সংস্কার করে বড়ুয়াদের থেকে একজন প্রতিনিধি রাখতে হবে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় একটি রেস্টোরাতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। লিখিত বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনগণের অপরিচিত এবং ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী। এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে। যা বর্তমান অন্তবর্তী সরকারের সুনাম দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন বীরমুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র পক্ষে আহবায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব ধীমান বড়ুয়া ও মিল্টন বড়ুয়াসহ অন্যান্য নেতারা। জেলা পরিষদ গঠনের এবার কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বরকল থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই নানা মহলে চলছে সমালোচনা। এই পরিষদে হত্যা মামলার আসামিকেও সদস্য হিসেবে রাখার গুঞ্জন উঠেছে। নবগঠিত এই পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দিয়ে সংস্কারের দাবি জানিয়ে এরই মধ্যে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, চার উপজেলা সুশীল সমাজের নেতারা প্রতিবাদ করছে আসছে।

সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবের জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেওয়া হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাছলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তবর্তীকালীন চেয়ারম্যানসহ ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা পরিষদ গঠিত হয়।

T.A.S / T.A.S

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি

আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা