কমলগঞ্জে দৃষ্টিনন্দন ‘ইকো ভিলেজ’

চায়ের রাজধানী ক্ষেত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি টিলার চারদিকে নির্মল সবুজের সমারোহ। সমতল ভূমি থেকে প্রায় ১৯০ ফুট উচু পাহাড়ের চুড়ায় পর্যটকদের রাতযাপনের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন কটেজ। নাম 'টিলাগাঁও ইকো ভিলেজ'। কটেজটি এঁটেল মাটি ও ছনের তৈরি। রুমের ভেতরে রয়েছে নানা কারুকাজ। শহরে ইট-কংক্রিটের দালানের আড়ালে আকাশ ঢাকা পড়লেও দৃষ্টিনন্দন এ কটেজে বসেই আকাশের সঙ্গে মিতালিতে মন ছুয়ে যাবে গ্রামের অনুভূতিতে।
কটেজটির পাহাড়ি টিলার নিচে রয়েছে লাভ আকৃতির একটি জলাশয়। জলাশয়ের তিন পাশেই পাহাড়ি টিলা। পশ্চিম পাশের টিলায় চলছে সুইমিং পুলের কাজ। পাহাড়ের চুড়ায় অবস্থিত এ কটেজটি যে কাউকে মুগ্ধ করবে। নানা প্রজাতির ফলজ বৃক্ষের ডালে ঝুলছে নানা ধরনের দোলনা। রয়েছে রিসিভসনের চৌকি। একই স্থানে প্রকৃতির এমন বাহারি সৌন্দর্যের সমাহার খুব কম জায়গায়ই মেলে। পরিবেশে মনে হবে এ যেন এক খন্ড 'সাজেক'।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে দৃষ্টিনন্দন এই ইকো ভিলেজের অবস্থান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য এ ইকো ভিলেজ উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে পর্যটক না আসলেও এখন স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সেখানে উঠছেন পর্যটকরা।
বলে রাখা ভালো, কটেজটিতে বিদ্যুতিক ব্যবস্থা থাকলেও কটেজের আলাদা ৫টি ঘরের কোনোটি শীতাত পনিয়ন্ত্রিত নয়। তবে কটেজটি এঁটেল মাটি ও ছনের তৈরি হওয়ায় কটেজের প্রতিটি রুমেই শীতল ঠান্ডা অনূভুতি হবে।ইকো ভিলেজে দায়িত্বে থাকা ম্যানাজার সায়হান সিদ্দিকি হৃদয় বলেন, ‘প্রতি শুক্র ও শনিবারে কটেজের রুম ভাড়া ৩ হাজার ২শত টাকা এবং অন্যান্য দিনের জন্য ২ হাজার ৭ শত টাকা।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিন বালিগাঁও (বটতলা) নামক এলাকা থেকে দক্ষিণ দিকে যে পিচ সড়ক গেছে সে পথে গাড়ি নিয়ে ৫-৭ মিনিটের রাস্তা অতিক্রম করলে আপনার চোখে পড়বে কটেজটির সাইনবোর্ড। কমলগঞ্জ পৌর ভবন থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। কটেজে যাবার পথে রাস্তার পাশে চোখে পড়বে গ্রামবাংলার মনমুগ্ধক প্রাকৃতিক দৃশ্য। টিলাগাঁও ইকো ভিলেজ এর উত্তরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান,দক্ষিনে মাধবপুর লেক,বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ ও হামহাম জল প্রপাত। এছাড়া দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে সারি সারি সবুজ চায়ের বাগান। পাশেই রয়েছে খাসিয়া ও মণিপুরী পল্লী। এসব স্থান খুব সহজেই ঘুরে দেখা সম্ভব। কটেজ থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার ও মৌলভীবাজার শহরের এর দূরত্ব প্রায় ২২ কিলোমিটার আর কমলগঞ্জ উপজেলা পরিষদের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার।
এমএসএম / জামান

ফেসবুক ছিল বিনোদনের জায়গা, এখন আয়ের মূল উৎস

তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

খাজা ওসমান ফারুকীর সুফি তত্ত্বের নিদর্শন
Link Copied