উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা

উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উক্ত হাসপাতালের নিচ তলায় অবস্থিত মেসার্স তারেক মেডিকেল এর পরিচালিত হাসপাতাল ফার্মেসীর মালিক পারভেজ জানায়, ড্যাব নেতা মোদাচ্ছের হোসেন ডমবেলের লোকজন ডাঃ জুয়েল, ডাক্তার রায়হানসহ ১০/১৫ জন তার ঔষধের দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করছে নিয়ে যায়।
শহীদ মুনসুর আলী মেডিকেল হাসপাতাল এটি ১০ নং রোড, হাউজ নং ২৬-২৬/এ উত্তরা ১১ নং সেক্টরে অবস্থিত। এবিষয়ে হাসপাতালের জিএম এডমিন সাদাফ বলেন, মঙ্গলবার দুপুর ১ টার দিকে বহিরাগত সাবেক কর্মচারী, সাবেক ডাক্তার ও ড্যবের নেতার লোকজন ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ রায়হান ড: লিন্জা, ডাঃ জুয়েল ও বহিঃস্কৃত ছাত্র হাসিবুর রহমান রূদ্রসহ ৪০-৫০ জনের একটি বাহিনী শহীদ মুনসুর আলী মেডিকেলে ঢুকে তান্ডব চালায়।
এসময় তারা হাসপাতালের সিইও সহ অন্যান্য কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে। তিনি আরো বলেন, সন্রাসীরা আমাদেরকে মারধর করেন এবং জোরপূবক সাদা কাগজে স্বাক্ষর নেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মওলা সাহেব এসে তাদের সিইও সাবেক লেঃ কর্নেল নওসের স্যারকে মারতে শুরু করেন,সে এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন। তখন সিইও তাকে বলে কাগজে সই করে চলে যাও।
জানা যায়, সন্ত্রাসীরা হাসপাতালের সিসিটিভি স্টোরেজ রুম ভেঙে ডিবিআর নিয়ে যায়। জানা যায়, উক্ত ঘটনার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এঘটনায় হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে হাসপাতালের সকল ডিপার্টমেন্টে তালা মেরে ডাক্তার এবং কর্মকর্তারা সবাই চলে গেছে । এসময় ঔষধের দোকানে মালিক পারভেজ বলেন,হঠাৎ ১০-১৫ জন লোক দেশীয় অস্রহাতে তার দোকানে দরজার গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় দোকানের কর্মচারীরা ভীত হয়ে উঠে। এ সুযোগে
তারা দোকানের ভিতরে ঢুকে কর্মচারীদের মারধর করে ক্যাশ বাক্স থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতো টাকা ক্যাশে ছিল জানতে চাইলে তিনি বলেন,তারা ঔষধ বিক্রির টাকা জমা করে রাখেন সেই টাকা সপ্তাহে একদিন কম্পানীকে পেমেন্ট করেন। তিনি আরো বলেন, পুলিশ এসে দেখে গেছেন, তবে তারা এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করবেন।
জানতে চাইলে, মনসুর আলী মেডিকেল হাসপাতালের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ইসরাত হোসেন ঘটনার বিষয় স্বীকার করে বলেন,হাসপাতালের ক্ষয় ক্ষতি নিরুপম করে তাদের লিগ্যাল এডভোকেটের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নিবেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি নিজেই মনসুর আলী মেডিকেল হাসপাতালে গিয়েছি। আমি যাওয়ার আগেই সন্রাসীরা চলে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান
