ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৯-১১-২০২৪ রাত ১০:৪৪

উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উক্ত হাসপাতালের নিচ তলায় অবস্থিত মেসার্স তারেক মেডিকেল এর পরিচালিত হাসপাতাল ফার্মেসীর মালিক পারভেজ জানায়, ড্যাব নেতা মোদাচ্ছের হোসেন ডমবেলের লোকজন ডাঃ জুয়েল, ডাক্তার রায়হানসহ ১০/১৫ জন তার ঔষধের দোকানের  দরজা ভেঙে ভিতরে ঢুকে  ক্যাশ বাক্স ভেঙে ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করছে  নিয়ে যায়। 

শহীদ মুনসুর আলী মেডিকেল হাসপাতাল এটি ১০ নং রোড, হাউজ নং ২৬-২৬/এ উত্তরা ১১ নং সেক্টরে অবস্থিত। এবিষয়ে  হাসপাতালের জিএম এডমিন সাদাফ বলেন, মঙ্গলবার  দুপুর ১ টার দিকে বহিরাগত সাবেক কর্মচারী, সাবেক ডাক্তার ও ড্যবের  নেতার  লোকজন ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ রায়হান ড: লিন্জা, ডাঃ জুয়েল ও  বহিঃস্কৃত ছাত্র হাসিবুর রহমান রূদ্রসহ ৪০-৫০ জনের একটি বাহিনী শহীদ মুনসুর আলী মেডিকেলে ঢুকে তান্ডব চালায়।

 এসময় তারা হাসপাতালের সিইও সহ অন্যান্য কর্মকর্তা ও সিকিউরিটি গার্ডকে বেদম মারধর করে।  তিনি আরো বলেন, সন্রাসীরা আমাদেরকে মারধর করেন এবং জোরপূবক সাদা কাগজে স্বাক্ষর নেন। এক প্রশ্নের জবাবে  তিনি  বলেন, মওলা সাহেব এসে তাদের সিইও সাবেক লেঃ কর্নেল নওসের স্যারকে মারতে শুরু করেন,সে এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করেন। তখন সিইও  তাকে বলে কাগজে সই করে চলে যাও।

জানা যায়, সন্ত্রাসীরা হাসপাতালের সিসিটিভি স্টোরেজ রুম  ভেঙে ডিবিআর নিয়ে যায়। জানা যায়, উক্ত ঘটনার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 সরেজমিনে গিয়ে দেখা যায়, এঘটনায় হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে হাসপাতালের সকল ডিপার্টমেন্টে তালা মেরে ডাক্তার এবং কর্মকর্তারা  সবাই চলে গেছে । এসময় ঔষধের দোকানে মালিক পারভেজ বলেন,হঠাৎ ১০-১৫ জন লোক দেশীয় অস্রহাতে  তার দোকানে দরজার গ্লাস ভেঙে ফেলে। এ ঘটনায় দোকানের কর্মচারীরা ভীত হয়ে উঠে। এ সুযোগে 

তারা দোকানের ভিতরে ঢুকে কর্মচারীদের মারধর করে  ক্যাশ বাক্স থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতো টাকা  ক্যাশে ছিল জানতে চাইলে তিনি বলেন,তারা ঔষধ বিক্রির টাকা জমা করে রাখেন সেই টাকা সপ্তাহে একদিন কম্পানীকে পেমেন্ট করেন। তিনি আরো বলেন, পুলিশ এসে দেখে গেছেন, তবে তারা এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করবেন।

জানতে চাইলে, মনসুর আলী মেডিকেল  হাসপাতালের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ইসরাত হোসেন ঘটনার বিষয় স্বীকার করে  বলেন,হাসপাতালের ক্ষয় ক্ষতি নিরুপম করে তাদের লিগ্যাল এডভোকেটের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নিবেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি নিজেই মনসুর আলী মেডিকেল হাসপাতালে গিয়েছি। আমি যাওয়ার আগেই সন্রাসীরা চলে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই বিপ্লবে চিকিৎসক দের ভূমিকা এবং স্বাস্ব্য সেবার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থা

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা