ক্রীড়া সংগঠকদের ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো হবে : আমিনুল হক
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গন দলীয়করণ ও রাজনৈতিক করণ করে ধ্বংস করে ফেলেছে। এতে পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গন।’ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নতুন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো ক্রীড়াঙ্গন যাতে দলীয় ও রাজনৈতিক করণ করা না হয় বিএনপি সেই কাজ করছে। মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো হবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত একটি সুন্দর পরিবেশে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিএনপি।’
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্নেল (অব:) আব্দুল লতিফ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য শামীনুর রহমান শামীম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় ৭ নম্বর ওয়ার্ড একাদশ বনাম ৪ নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় এক গোলে বিজয়ী হয় ৭ নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় মোট অংশ নেবে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল ।
এমএসএম / এমএসএম